সোভিয়েত ইউনিয়নে ভোগ্য পণ্যের দোকানে চয়েজ বলতে গেলে তেমন কিছু ছিল না, প্রায়ই মন্দের ভালো বেছে নিতে হত। রাজনীতিতে বাছার ব্যাপার ছিল না বললেই চলে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এ দেশ রঙ বেরঙের পণ্যে ভরে যায়। কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয় রাজনীতিতে। ১৯৯৬ সালে প্রথম শুনি দুই মন্দের মধ্য থেকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর প্রার্থী বেছে নেয়া। দেশের ভাষায় মনে হয় আপদ আর বিপদের মধ্যে থেকে একটা বেছে নেয়া যদি না অন্য কিছু থাকে। এখন সেটা দেখি সারা বিশ্বে। প্রায় সব দেশেই রাজীতিতে মানুষ মন্দের ভালো বেছে নেয়। দেশে দেশে আমার সোভিয়েত ফেরত বন্ধুদের সেটাই করতে দেখি। এটা কি "ওরা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়" এটাকে সত্য প্রমাণিত করতে?
দুবনা, ১৮ আগস্ট ২০২৩
No comments:
Post a Comment