Wednesday, August 2, 2023

ভাষার গতিবিধি

বিভিন্ন ভাষার মত বাংলা ভাষায়ও বিভিন্ন শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন কাজ বলতে আমরা অনেক সময় চাকরি, ব্যবসা - মানে জীবন ধারণের মাধ্যম বোঝাই। কাজকে আবার কর্ম বলা হয় যদিও অনেক ক্ষেত্রে কর্ম মানে কাজের ফল। আবার অনেক সময় কাজকে কার্য বলা হয়, যেমন কার্য কারণ সম্পর্ক। তবে ইদানীং মনে হয় কার্য একটু সংক্ষিপ্ত হয়ে কর্জ রূপ নিয়েছে আর প্রাচুর মানুষ কর্জ করে দিব্যি জীবন ধারণ করছে আর ভাবছে তারা সত্যি সত্যি কাজের কাজ করছে।

দুবনা, ০২ আগস্ট ২০২৩

No comments:

Post a Comment