Thursday, August 31, 2023

পরিবার

পাকিস্তান সম্পর্কে আমরা প্রায়ই বলি যে সে দেশ চালায় সেনাবাহিনী। মাঝে মধ্যে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়ায় সে দেশের সেনাবাহিনীই। আজকাল আমেরিকার অবস্থা দেখে আমার মনে প্রশ্ন জাগে কারা আসলে সে দেশ চালায়। সিএইএ, পেন্টাগন নাকি অস্ত্র ব্যবসায়ীরা? বাহ্যিক ভাবে গণতন্ত্রের টুপি, দাড়ি, টিকি, চন্দন যতই থাকুক দেশে দেশে এদের সামরিক ঘাঁটি, সামরিক বাজেট ইত্যাদি দেখে মনে হয় এরা পাকিস্তানের মতই, তবে একটু উচ্চ পর্যায়ের - একেবারে জাত ব্রাহ্মণ। আমাদের ছোটবেলায় শুধু কেনেডি পরিবারের কথা শুনতাম, এখন সেই সাথে যোগ হয়েছে বুশ, ক্লিনটন, বাইডেন, অবামা - পরিবার তন্ত্রের বাম্পার ফলন উপমহাদেশ ছাড়িয়ে এখন আমেরিকা, কানাডায় ছড়িয়ে পড়েছে।

দুবনা, ৩১ আগস্ট ২০২৩

No comments:

Post a Comment