ডাক্তার কয়েকদিনের জন্য আমার খাবারের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে (আমেরিকার চর নাকি?)। যদিও দুই চার দিন না খেয়ে থাকলেও মানুষের খুব একটা কিছু হয় না, তারপরেও আমি কি খাব আর কি খাব না এই নিয়ে ভীষণ উদ্বিগ্ন, সবচেয়ে বড় কথা যা খাওয়া নিষেধ তা যেন না খেয়ে ফেলি। গোদের উপর বিষ ফোঁড়ার মত দোকানের সব খাবার এখন দেখতে অসম্ভব সুস্বাদু মনে হচ্ছে। যত সব বিশ্বাসঘাতকের দল।
দুবনা, ০৪ জুলাই ২০২৩
No comments:
Post a Comment