Wednesday, August 16, 2023

লিটমাস

বসন্তের সতেরোটি মূহূর্ত সিনেমায় রুশ গুপ্তচর কেট ধরা পড়ে যায় সন্তান প্রসবের সময় "মামা" মানে "মা" বলে চিৎকার করে। বলা হয়ে থাকে এসব মূহুর্তে মানুষ তার মাতৃভাষায় কথা বলে। সাঈদীর মৃত্যু একই ভাবে একাত্তরে চেতনার আড়ালে লুকিয়ে থাকা অনেক পাকিস্তানী চেতনার মুখোশ খুলে দিয়ে গেছে। সারাজীবন একাত্তরের চেতনার বিরুদ্ধে জিহাদ করে সাঈদী মৃত্যুর পরে কিছুটা হলেও সেই পাপ কিছুটা লাঘব করল সরকারি দলে ঘাপটি মেরে থাকা সাগরেদদের মুখোশ খুলে দিয়ে।

দুবনা, ১৭ আগস্ট ২০২৩

No comments:

Post a Comment