Wednesday, August 30, 2023

মৌলবাদ

দেশে বা বিদেশে বসবাসরত বাংলাদেশের প্রচুর মানুষ রাজাকার ও ফ্যাসিস্টদের সমান ভাবে ঘৃণা করে। যখন রাজাকার বা তাদের উত্তরসূরীরা বাংলাদেশে মন্ত্রী হয় এরা তখন গেল গেল বলে রব তোলে। কিন্তু ফ্যাসিস্টদের উত্তরসূরীরা যখন পশ্চিমা বিশ্বের কোন দেশের মন্ত্রী হয় এটাকে তারা গণতন্ত্রের মাহাত্ম্য বলে বুক চাপরায়। যা কিছু পশ্চিমা তাই ভালো এই অন্ধবিশ্বাস এসব লোকের মধ্যে ভিন্ন ধরণের মৌলবাদের জন্ম দিয়েছে যেটা ধর্মীয় মৌলবাদের মতই ক্ষতিকর।

দুবনা, ৩০ আগস্ট ২০২৩

No comments:

Post a Comment