Tuesday, August 1, 2023

সমাজসেবা

অনেক দিন পরে গতকাল কিছু সমাজকল্যাণ মূলক কাজ করলাম।
বলেন কি? সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠেছিল!
না না, সূর্য পূবেই উঠেছিল। আমি একটু আবেগপ্রবণ আর দয়ালু হয়ে পরেছিলাম।
তা কি এমন জনকল্যাণ করলেন শুনি।
সন্ধ্যার পরে হাফ প্যান্ট পরে আর টি শার্ট গায়ে দিয়ে ভোলগার তীরে ঘন্টা খানেক হেঁটে বেড়ালাম।
তাতে কী?
মানে? এর আগে লাখ খানেক মশাকে নৈশ ভোজের নেমন্তন্ন পাঠিয়েছিলাম। এক বিকেলেই জীবনের সব অকাজগুলো কীভাবে মাটিচাপা দিলাম দেখলেন?

দুবনা, ০২ আগস্ট ২০২৩

No comments:

Post a Comment