স্তালিনের একটা বিখ্যাত উক্তি ছিল "লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জনের উপায়কে ন্যায্যতা দেয়"। আমার কিন্তু মনে হয় উদ্দেশ্য যত মহানই হোক না কেন সেটাকে অর্জন করার জন্য যদি আইনের অপব্যবহার করা হয় তবে দিনের শেষে আইন নিজেই কলুষিত হয়। আর যদি রাষ্ট্র বা প্রশাসন আইনের অপব্যবহার করে তবে পরিণামে সমাজ, রাষ্ট্র এসব ধ্বংসের দিকে এগোয় এই অর্থে যে রাষ্ট্র বা সমাজ শুধু মানুষের সমাহার নয়, বিভিন্ন রীতিনীতি ও আইন দ্বারা এর চরিত্র নির্ধারিত হয়, এই রীতিনীতি হারানোর মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজ তার চরিত্র হারায়। দৈহিক মৃত্যুই একমাত্র মৃত্যু নয় চারিত্রিক অধঃপতনও এক ধরণের মৃত্যু।
দুবনা, ১৬ আগস্ট ২০২৩
No comments:
Post a Comment