Sunday, October 31, 2021

সমস্যা

 

সাম্প্রদায়িক সন্ত্রাসমূলক ঘটনার প্রতি প্রশাসনের নির্লিপ্ত মনোভাব সংখ্যালঘুদের জন্য নিঃসন্দেহে একটা বিরাট সমস্যা, কিন্তু তার চেয়েও বড় সমস্যা এই সমস্যার অস্তিত্ব স্বীকার না করা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা এসব ঘটনা অস্বীকার করা বা এ ব্যাপারে মিথ্যা বলা। এতে করে অপরাধের বিচার তো হয়ই না, বরং সন্ত্রাসবাদীদের সন্ত্রাস চালিয়ে যাওয়ার গ্রীন সিগন্যাল দেওয়া হয়।

দুবনা, ৩১ অক্টোবর ২০২১

সন্দেশ সন্দেশ


হঠাৎ মনে হইল অনেক দিন সন্দেশ খাওয়া হয় নাই। সন্দেশ আমার পছন্দের তাই মা সব সময় বাড়িতে সন্দেশ তৈরি করিয়া রাখিতেন। আমিও ইচ্ছা মত যখন খুশি তখন সন্দেশ খাইতাম। দিদি বাঁচিয়া থাকিলে ফোন করিয়া জানা যাইত কী করিয়া সন্দেশ তৈরি করিতে হয়। এখন অবশ্য ইউটিউব দেখা যায় তবে আমি ভিন্ন পথে হাঁটিলাম। হাফ কেজি ছানা (ৎভোরগ), কয়েক চামচ চিনি আর গোটা দুই এলাচি (মনে হয় না হইলেও চলিত) অনেক ক্ষণ ধরিয়া গরম করিলাম। অনেক চেষ্টার পরেও কিছুতেই সন্দেশের আকার দিতে পারিলাম না। বলা যায় এই প্রথম কেউ নিরাকার সন্দেশ তৈরি করিল। খাইতে আশাতীত ভালো না হইলেও কল্পনাতীত খারাপ নহে। এক কথায় পরীক্ষা সফল। তাই ভাবিলাম সবাইকে সন্দেশের সন্দেশ জানাই। নিরাকার কিছুর ছবি তোলা যায় না বিধায় আপনারা উহার চেহারা কল্পনা করিয়া লইবেন।

দুবনা, ৩১ অক্টোবর ২০২১

Saturday, October 30, 2021

চেতনা


আমাদের এলাকায় সেন্সের আরেক নাম চেতনা। কেউ সেন্সলেস হলে বলে চেতনা হারিয়েছে। সাম্প্রতিক সাম্প্রদায়িক ঘটনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয় একাত্তরের চেতনার হোল সেলার বর্তমান সরকারের কোন কোন অঙ্গ আর্থিক ভাবেই চেতনাহীন। আর সেই চেতনা শুধু একাত্তরের নয় মানবিক চেতনাও। 

দুবনা, ৩০ অক্টোবর ২০২১

সিরিয়াল


সারা বিশ্ব দেখল বাংলাদেশে হিন্দুদের উপর মুমিনদের আক্রমণ। দেবতারা কচু কাটা হল। মানুষের ঘর পুড়ল। মানুষ মরল। দশ বছরের মেয়ে গণধর্ষণের শিকার হয়ে মারা গেল। মিটিং মিছিল হল। সামাজিক মাধ্যমে ভিডিও ফুটেজ এল। সিসিটিভির ফুটেজ দেখে কোরআন অবমাননাকারী যুবককে গ্রেফতার করা হল। মুসলমান বলে তার মানসিক ভারসাম্যতা নিয়ে প্রশ্ন উঠল। আর এখন কোন এক মোমেন বলেছেন এসব কিছুই হয়নি। মনে হয় উনি রাজ্যটাকে ভারতীয় সিরিয়াল মনে করেন যখন নায়ক বাদে আর সবাই সবকিছু জানে। 

দুবনা, ৩০ অক্টোবর ২০২১

Friday, October 29, 2021

খেলা নিয়ে খেলা


ক্রিকেট এক সময় ভদ্রলোকের খেলা বলে পরিচিত ছিল। আর ভদ্রলোকের প্রধান বৈশিষ্ট্য অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বর্তমানে ক্রিকেট গ্রাউন্ডকে উপাসনালয়ে পরিনত করার প্রবণতা স্পোর্টসম্যানশীপের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা ভেবে দেখা দরকার।

দুবনা, ২৯ অক্টোবর ২০২১

Thursday, October 28, 2021

ভবিষ্যৎ প্রজন্ম

 

বলা হয় সময়ের সাথে সাথে মানুষ বিবর্তিত হয়ে আজকের পর্যায়ে এসেছে। সে বদলিয়েছে হয় দেহে না হয় বিদ্যায় বুদ্ধিতে। আমার কেন যেন মনে হয় যদি আরও কয়েক বছর আমরা মাস্ক পরে ঘুরে বেড়াই প্রকৃতি সেটাকে হিসেবে নিতে শুরু করবে আর পরের প্রজন্মের মানুষ মাস্কসহই ভূমিষ্ঠ হবে। ভাল হয় যদি মাস্কগুলো সাদা, কালো, হলুদ, বাদামী সব রঙের হয়, যাতে প্রতিটি মানুষের শরীরে সব রঙ থাকে। তাতে র‍্যাসিয়াল মনোভাব কিছুটা কমলে কমতেও পারে।

দুবনা, ২৮ অক্টোবর ২০২১

কষ্ট


করোনার কালো হাত যতই লম্বা হচ্ছে মানুষের স্বাধীনতা ততই কমে যাচ্ছে। সরকার বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করছে যার একটা আজ ২৮ অক্টোবর থেকে ০৭ নভেম্বর পর্যন্ত প্রায় দো দিনের সবেতন ছুটি। মানুষও এতে সাড়া দিচ্ছে বরাবরের মতই। সচী আশা করছে এই ছুটিতে এক লাখেরও বেশি লোক সেখানে ঘুরতে যাবে। ইতিমধ্যে তুরস্ক ও ইজিপ্টের সাত দিনের ট্যুর প্যাকেজের দাম ৩০ থেকে ৪০% বেড়ে মাথাপিছু ৬ থেকে ৭ হাজার ডলার হয়েছে। সবাই জানে এসব ট্রিপ পটেনশিয়ালি রোগ বৃদ্ধির সহায়ক, তবুও পকেটের পয়সা খরচ করে করোনার সাথে দেখা করতে চাওয়া মানুষের অভাব নেই। 
 
গতকাল গেলাম সুইমিং পুলে। এরপর কবে খুলে কে জানে। সবার মন বিষণ্ণ, যেন সাঁতার না কাটলে আর সাওনায় বসে গল্প না করলে জীবনটাই বৃথা। গতকাল যখন সাঁতার শেষে চাবি আনতে গেলাম ওখানে বসে থাকা ট্রেইনারকে একটু হেয়ালি করেই বললাম 
 
প্রায় এক কিলোমিটার সাঁতার কাটলাম অথচ এক ফোঁটাও ঘামলাম না। 
 
আমি ওখানে আরেকটা অর্থ যোগ করতে চেয়েছিলাম - এখনও ক্লান্ত হইনি, কাল, পরশু, তরশু তোমরা কাজ করলে ঠিক আসতে পারি সাঁতার কাটতে। তবে উনি আমার কথাটা সোজা অর্থে নিয়ে হোহো করে হেসে উঠলেন। সাঁতার কাটার এই একটা সমস্যা, যতই ক্লান্ত হও, মাথার ঘাম কখনই পায়ে পড়বে না।

দুবনা, ২৮ অক্টোবর ২০২১

Wednesday, October 27, 2021

বিজ্ঞান


অনেকের ধারণা ঈশ্বর আর ধর্মকে অস্বীকার করলেই বিজ্ঞানমনস্ক হওয়া যায়। তাই তারা অন্ধভাবে ঈশ্বরকে অস্বীকার করে আর অন্ধভাবেই এই অবিশ্বাসটা বিশ্বাস করে। এর সাথে বিজ্ঞানমনস্কতার কোন সম্পর্ক নেই। বিজ্ঞানমনস্ক মানুষ তার বিশ্বাস আর অবিশ্বাস দুটোকেই প্রতিনিয়ত প্রশ্ন করে। 
 
দুবনা, ২৭ অক্টোবর ২০২১

Tuesday, October 26, 2021

শিক্ষা ও শিক্ষিতের হার


নেদারল্যান্ড নিয়ে একটা পোস্ট ঘুরছে যে প্রচণ্ড রকম নাস্তিকের দেশ হওয়া সত্ত্বেও সেখানে অপরাধ কমছে আর বলা হচ্ছে ১০০% শিক্ষিতের হার এর মূল কারণ। বাংলাদেশে শিক্ষিতের হার যেকোন সময়ের চেয়ে অনেক বেশি। একই ভাবে বেড়েছে অপরাধ আর অসহিষ্ণুতা। সমস্যা শিক্ষিতের হারে নয়, কী শিক্ষা পাচ্ছে তাতে। সামাজিক মূল্যবোধ শিক্ষার সাথে সরাসরি জড়িত। তাই সর্বাগ্রে প্রয়োজন শিক্ষানীতির আমূল পরিবর্তন। সাম্প্রদায়িক পাঠ্যসূচী অসাম্প্রদায়িক, পরমতসহিষ্ণু মানুষ গড়ে তুলতে পারে না। সমাজে অপরাধ প্রবণতা কমে যদি স্কুলে অসাম্প্রদায়িকতা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা এসব শেখানো হয়। বর্তমান পরিস্থিতি থেকে বেরুবার জন্য দরকার শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো।

দুবনা, ২৭ অক্টোবর ২০২১

সত্যটা কী?

একদল লোক ঈশ্বরে বিশ্বাস করে আর ঈশ্বরের নামে মারে বা মারামারি করে।
আরেক দল লোক ঈশ্বরে বিশ্বাস করে না বা তাঁকে মিথ্যা ঈশ্বর বলে। তবে তারাও এই মারামারির অস্তিত্ব স্বীকার করে।
তাহলে লজিক কী বলে? ঈশ্বরের অস্তিত্ব সন্দেহাতীত নয় কিন্তু তাঁকে নিয়ে মারামারি এক্সপেরিমেন্টালি প্রমাণিত। 
ঈশ্বর থাকুক আর নাই থাকুক তাঁর ধারণার আউটকাম বিপদজনক।

দুবনা, ২৬ অক্টোবর ২০২১


ঘরে ফেরা


চার দিন মস্কোয় কাটিয়ে আজ দুবনা ফিরছি। শুক্রবার সংগঠনের মিটিং, শনিবার পূজার পরে বন্ধুদের সাথে আড্ডা, রবিবার মনিকা আর সেভাকে নিয়ে দোকানে যাওয়া, রান্না করা, দেশে ঘটমান সাম্প্রদায়িক আক্রমণের প্রতিবাদে জুম মিটিং, সোমবার ক্লাস নেওয়া আর আজ দূতাবাসে সাম্প্রদায়িক ও মানবতাবিরোধী ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পেশ করা। এখন বাসে বসে মনে হচ্ছে যেন ঢাকা থেকে তরা ফিরছি।

দুবনার পথে, ২৬ অক্টোবর ২০২১

Monday, October 25, 2021

প্রশ্ন

আচ্ছা সন্ত্রাসী হামলার জন্য দেওয়া ক্ষতিপূরণে ক্ষতি কি পূরণ হয় না কি পাটি গণিতের পূরনের মত বেড়ে যায়? 

মস্কো, ২৬ অক্টোবর ২০২১

দৃষ্টিভঙ্গি

কারও জন্য সমস্যাটাই সমাধান আবার কারও জন্য সমাধানটাই সমস্যা। সব নির্ভর করে স্থান, কাল, পাত্র আর মানসিকতার উপর - দৃষ্টিভঙ্গির উপর।

মস্কো, ২৫ অক্টোবর ২০২১

Sunday, October 24, 2021

স্বাধীনতার স্বাধীনতা


অনেকেই ভাবেন সংখ্যালঘুদের উপর আক্রমণ তাকে পাশ কাটিয়ে যাবে। সেটা ততদিন যতদিন দেশে সংখ্যালঘু আছে। কারণ এখন মৌলবাদীদের দরকার আপনার মৌনতা। আপনার মৌনতাকে ওরা সমর্থন হিসেবে নিয়ে একে একে সব সংখ্যালঘুকে ভিটে ছাড়া, দেশ ছাড়া করবে। তারপরও যদি ভাবেন আপনার জীবন আগের মতই থাকবে তবে আপনি ভুল করছেন। তখন আপনার কবিতা থাকবে না, গান থাকবে না, ছেলেমেয়েদের ইচ্ছে মত শিক্ষা দেবার সুযোগ থাকবে না, চাইলেই মনের মত শাড়ি বা গয়না পরার অধিকার থাকবে না। পরতে পারলেও দেখানোর সুযোগ থাকবে না। ছেলেদের থাকবে না ইচ্ছে মত পোশাক পরার অধিকার। হয়তো ভাবছেন ধর্মীয় পোশাক আপনার জন্য যথেষ্ট। সেটা ঠিক। তবে এখন চাইলে আপনি অন্য কিছু পরতে পারেন, তখন পারবেন না। সামাজিক ভাবে ক্ষতিকর নয় এমন অনেক কিছুই করতে পারবেন না। নিজের খুশি মত বই পড়তে পারবেন না, গান শুনতে পারবেন না। এখন এসব হয়তো কথার কথা মনে হচ্ছে, মনে হচ্ছে এসব না হলেও জীবন চলে। চলে না। এটাও এক ধরণের বন্দী দশা। সামরিক শাসনে দেখেছেন সব বলতে না পারার, পরতে না পারার বা পরে ভয়ে থাকার কখন কি হয়, মানসিক কষ্ট। আসলে ব্যক্তি স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে। তখন আপনি কী খাবেন, কী পরবেন, কী গাইবেন, কী পড়বেন - এ সব নির্ধারণ করার অধিকার আপনার নিজের থাকে না সেটা যে কী রকমের পরাধীনতা সেটা আগে থেকে বোঝা কষ্ট।এখনও আপনার ক্ষমতা আছে নিজের এই ছোটখাটো স্বাধীনতা গুলো ধরে রাখার। এক সময় সেটা থাকবে না যদি না আজ অন্যদের চলা, বলা, প্রার্থণা করার অধিকার রক্ষার জন্য সোচ্চার না হন। আজই সময় প্রতিবাদের, প্রতিরোধের।

মস্কো, ২৫ অক্টোবর ২০২১

শান্তি

মৌলবাদীদের দৃষ্টিতে ইসলামের শান্তি সৌদি আরবের গণতন্ত্রের মত।

মস্কো, ২৪ অক্টোবর ২০২১

Saturday, October 23, 2021

মালিক


শুনলাম রাতে যারা হিন্দু পাড়ায় লুটপাট করে দিনে তারাই সম্প্রীতি মিছিল করে। ভারতীয় দর্শন বলে ঈশ্বরের মাঝে বিলীন হয়ে যাওয়ার মধ্যেই মুক্তি। এদেশের দুর্বৃত্তরা সে পথেই হাঁটছে। মালিক যেমন সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে এরাও তেমনি লুটপাট করে সমবেদনা জানাচ্ছে।

মস্কো, ২৪ অক্টোবর ২০২১

ধিক


ত্রিপুরায় শুনলাম মসজিদে আক্রমণ হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে। তাতে কি একজন হিন্দুর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে? না। আরও কিছু নিরীহ মানুষ দুঃখের সাগরে ভাসবে। আর মানবতা হবে ভূলুণ্ঠিত। হিন্দুদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদ এটা মানবতার জন্য আন্দোলন। অমানবিক পদ্ধতিতে প্রতিবাদ করে আন্দোলনকে কলুষিত করবেন না। ধিক আপনাদের, শত ধিক।

মস্কো, ২৩ অক্টোবর ২০২১


দায়িত্ব


হে শান্তিপ্রিয় মানুষ লড়াই ছাড়া শান্তি মেলে না। নিজের ধর্মের সহ সমস্ত দুর্বৃত্তদের রুখে দাঁড়ান আর ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নিরীহ মানুষের প্রতি উদার হন। দেখবেন সাম্প্রদায়িকতা কোথায় পালিয়ে গেছে। আপনার উদারতা যেন অশুভ শক্তির হাত শক্তিশালী করে দুর্বলের কষ্টের কারণ না হয় সে দায়িত্ব একান্তই আপনার।

মস্কো, ২৪ অক্টোবর ২০২১

Friday, October 22, 2021

প্রশ্ন


মানলাম যারা কোরআন অবমাননা করে, অন্যের বাড়িঘরে আগুন লাগায়, লুটপাট করে, খুন ধর্ষণ করে তারা দুর্বৃত্ত। ইসলামের সাথে তাদের কোন সম্পর্ক নেই। মসজিদে নামাজ শেষ করেই কিন্তু অনেকে এসব কাজ করছে। তাদের যদি ইসলামের কলঙ্ক, দুর্বৃত্ত এসব বলেই মনে করেন, কেন তাদের মসজিদে ঢুকতে দেন, তাদের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাদের বিচার দাবি করেন না? ধর্মপ্রাণ মুসলমান যদি এদের বয়কট করে, ধর্মকে ব্যবহার করে অসামাজিক কার্যকলাপ করার জন্য এদের বিচার দাবি করে তাহলেই বোঝা যাবে আপনারা সত্যিকার অর্থেই এর অবসান চান। কারণ বর্তমানে আপনারা শুধু দায়িত্ব এড়াতে চাইছেন আর আপনাদের মৌনতাকে সম্মতি হিসেবে নিয়ে এরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে

মস্কো, ২৩ অক্টোবর ২০২১


সমস্যা

সমস্যা হল যখন বিচ্ছিন্ন ঘটনা ঘটে নিরবিচ্ছিন্ন
কমবেশি প্রচ্ছন্ন প্রশাসনের কেউ কেউ তাতে হয় প্রসন্ন

মস্কো, ২৩ অক্টোবর ২০২১

ধর্মনিরপেক্ষতা

ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা সমস্ত নাগরিকের নির্ভয়ে, নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করার রাষ্ট্র প্রদত্ত সমান অধিকার। 

 

 দুবনা, ২২ অক্টোবর ২০২১

Thursday, October 21, 2021

বডি ল্যাঙ্গুয়েজ

 

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। - শিক্ষামন্ত্রী 
 
কুমিল্লার ঘটনা দুঃখজনক, অপরাধীর বিচার হবে। - প্রধানমন্ত্রী

 

ভাষা, হ্যাঁ ভাষা বদলে গেছে। এখন আর সেরকম কেউ নেই যিনি বজ্র কণ্ঠে ঘোষণা করবেন 

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোল, অপরাধীর বিচার কর - তোমাদের যার যা আছে তাই নিয়ে সোনার বাংলাকে রক্ষা কর। 

 

দুবনা, ২১ অক্টোবর ২০২১

অপরাধ


প্রশাসনের নীরব সমর্থনে একদল মানুষের আইন নিজের হাতে তুলে নেবার সুযোগ আছে বলেই বারবার জন্ম নেয় রামু, নাসির নগর, নোয়াখালী ইত্যাদি। যদি প্রশাসন ধর্ম গ্রন্থের অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত এসব অপরাধের সঠিক বিচার করতে পারত বা আগ্রহী হত মানে শুধুমাত্র যে অপরাধী তাকেই শাস্তি দেওয়া হত তবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। তাই কে ঘটাল বা কি ঘটাল সেটা বড় কথা নয়, কি রটাল সেটাই আসল। এরপর দুই একজন গ্রেফতার, বিচারের প্রহসন। ইতিমধ্যে শত শত মানুষ গৃহ হারা। রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন করতে না পারলে এই দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। সমস্যা হল এখান থেকে বেরিয়ে না আসতে আগ্রহী লোক দেশে এখনো বেশি রকমের বেশি।

দুবনা, ২১ অক্টোবর ২০২১


Wednesday, October 20, 2021

আহ্বান

যেকোনো অন্যায়কে প্রতিরোধের জন্য প্রতিবাদটা অতি জরুরী। আমরা যারা বাইরে থাকি, তারা যে মানুষের এই বিপর্যয়ে নীরব দর্শক নই, এই প্রচেষ্টা তারই অংশবিশেষ। দেশ শুধু মাটি নয় - মানুষ, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এসব মিলেই দেশ। এর কোন অঙ্গহানি হলে পরিণামে দেশটাই অস্তিত্ব হারিয়ে ফেলে। তাই আসুন আমরা শুধু সংখ্যালঘু হিন্দু নয়, নিজেদের ভবিষ্যতের জন্য জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, পরমতের প্রতি অসহিষ্ণুতাকে না বলি। নিজে বলি, অন্যদের ডাকি। আমরা সবাই একা, তবে বিন্দু থেকে সিন্ধুর মত সকলে মিলে আমরা যদি গর্জে উঠি কারও সাধ্য নেই আমাদের থামিয়ে রাখে। একাত্তরে পেরেছি, ২০২১ না পারার কারণ নেই। যোগ দিন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সব মানুষের সমান অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ মুক্ত বুদ্ধির মানুষের হাতকে শক্তিশালী করুন।

দুবনা, ২০ অক্টোবর ২০২১  




 

দূরত্ব

প্রতিপদ থেকে পূর্ণিমা সে যে অনেক দূর
তাই তো এখানে হৃদয়ের গান বড় বেসুর

দুবনা, ২০ অক্টোবর ২০২১

Tuesday, October 19, 2021

দোষ

শুনলাম এলাকায় নতুন ডাক্তার এসেছেন। লোক কেমন?
এরকম লোক হয় না। ভদ্র, অমায়িক, পরোপকারী। আর ডাক্তার তো নয় একেবারে সাক্ষাৎ দেবতা। ওনার ব্যবহারেই রুগী অর্ধেক সেরে ওঠে।
তাই? একটাও দোষ নাই তা কি করে হয়।
আছে। মাত্র একটা। 
কি সে দোষ?
ও বিধর্মী।

দুবনা, ২০ অক্টোবর ২০২১

আপন পর



লড়াইটা সংখ্যালঘু বা দুর্বলের জন্য নয়, লড়াইটা নিজের জন্য। একমাত্র সবার অধিকার কায়েম করতে পারলেই নিজের অধিকার প্রতিষ্ঠা হয়।  যেখানে অন্যের অধিকার নিশ্চিত করা হয় না সেখানে নিজের অধিকার হারাতে খুব বেশি সময় লাগে না। 

দুবনা, ২০ অক্টোবর ২০২১

প্রতিরোধ


মরছে তো হিন্দুরা আমার কী এসে যায়
নাম আমার রক্ষাকবচ কেন যাব ঝামেলায়
হিন্দু নিধন যজ্ঞ হিন্দু মুক্ত হবে দেশ
আমরা তো ভাই ভাই মিলেমিশে থাকব বেশ

হিন্দু হারিয়ে গেছে থামেনি তো অভিযান
রাখবে না দাড়ি দেখি ঘাড়ে ক' টা গর্দান?
কোট প্যান্ট চলবে না, চলবে না শাড়ি আর
সালোয়ার কামিজ পোশাক ইসলামী উম্মার

চলবে না সাহিত্য চলবে না বিজ্ঞান
একটা মাত্র বই সব বিজ্ঞানের বিজ্ঞান
সিনেমা ডিস্কথেকা চলবে না নাচ গান
আজ থেকে শুনবে শুধু পাঁচ ওয়াক্ত আযান

ভেবে আমি পাই না কো কী হবে এখন উপায়
কোন লাভ হবে কার এরকম বাঁচায়?
হিন্দু, কাদিয়ানী, নাস্তিক, ব্লগার
কেউ নেই কেউ নেই আমার পাশে দাঁড়াবার।

হিন্দু মরলে আমার এসে যায় অনেকটাই
প্রতিবাদ প্রতিরোধের উপযুক্ত সময় এইটাই
এখনই সময় ভাই হাতে হাত রাখবার
চলো ভাই গড়ে তুলি প্রতিরোধ দুর্বার।

দুবনা, ১৯ অক্টোবর ২০২১ 

 


 

Illusion

 In a world where lust is the last word humanity, morality, empathy all seem utopian. 

Dubna, 19 October 2021 

Monday, October 18, 2021

কে?

ক্ষমতার গদিতে শেখ নাকি খাঁন
জানতে মনটা বড় করে আনচান 

দুবনার পথে, ১৮ অক্টোবর ২০২১

মেন্টালিটি


ধর্ষিতা হয়েছ মেয়ে পোশাকের দোষে
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পড়েছ জনতার রোষে
ভিকটিম দোষী - যতদিন থাকবে এই মানসিক রোগ
ততদিন কষ্ট তোমায় করতে হবে ভোগ

দুবনার পথে, ১৮ অক্টোবর ২০২১


Sunday, October 17, 2021

পণ

শিষ্টের দমন আর দুষ্টের পালন
করবে যে করেই হোক এই প্রশাসন

মস্কো, ১৮ অক্টোবর ২০২১

একাত্তর পঞ্চাশ বছর পরে


একাত্তরের মতই জ্বলছে স্বদেশ। চারিদিকে আগুনের লেলিহান শিখা। আলবদর আর রাজাকারের হাসি। রক্ত পিপাসু দানবের তাণ্ডব নৃত্য। সবই আছে। আছে ভীত সন্ত্রস্ত হিন্দু জনগোষ্ঠী। আছে সন্তানহারা মা। আছে ধর্ষিতা শিশু। শুধু নেই মুক্তিযোদ্ধা। নেই একাত্তরের চেতনা। নেই বজ্রকণ্ঠে সাহসী উচ্চারণ। আর নেই আওয়ামী লীগ।

মস্কো, ১৮ অক্টোবর ২০২১

পিং পং


রাজনৈতিক দলের নেতারা যখন সমস্যা নিয়ে পিং পং খেলেন তখন সমস্যার সমাধান হয় না, সমস্যা বরং মাঠেই থেকে রায়। আর এটা একই ভাবে ঐসব নেতাদের রাজনৈতিক দেউলিয়া দশা জনসম্মুখে প্রকাশ করে।

মস্কোর পথে, ১৭ অক্টোবর ২০২১


চেষ্টা


মৃত ব্যক্তির জন্য আমরা যতটা শান্তি কামনা করি তার সিকিভাগও যদি জীবিতদের জন্য করতাম আর সেটা অর্জনে একটু চেষ্টা করতাম তাহলে সমাজের চেহারাই পাল্টে যেত।

মস্কোর পথে, ১৭ অক্টোবর ২০২১

মনোভাব


ওরা তো জীবনে আর তেমন কিছু পায় না, একটু না হোক ভয়ই পাক। তবুও প্রাপ্তির খাতায় কিছু থাক। 

দুবনা, ১৭ অক্টোবর ২০২১


Saturday, October 16, 2021

প্রশ্ন


দূর্গা পূজা ও কোরানকে কেন্দ্র করে যে নজীর বিহীন তাণ্ডব ঘটে গেল প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। মনে হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও অনুরূপ কিছু বলা হয়েছে। দেশে আজ যেখানে গাছপালা ইট পাথর পর্যন্ত আওয়ামী লীগ করে সেখানে এই হামলাকারীদের মধ্যে কোন লীগের কর্মী নেই সেটা বিশ্বাস করা কষ্টসাধ্য। তাদের বিরুদ্ধে কি দল কোন ব্যবস্থা নিচ্ছে, অন্তত সাময়িক ভাবে হলেও তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে? এখানে উল্লেখ করা যেতে পারে যে ঢাকার এক মেয়রের পূজার জন্য জায়গা বরাদ্দ না করা এসব মৌলবাদীদের হাতকে শক্তিশালী করেছে, তারা পরোক্ষভাবে হলেও এসব ঘটনা থেকে উৎসাহ পেয়ে সন্ত্রাসী হামলা চালায়। ঢাকার মেয়র এর জন্য পরোক্ষভাবে দায়ী কি-না আওয়ামী লীগ কি সে প্রশ্ন তুলবে?

দুবনা, ১৭ অক্টোবর ২০২১

ধর্মপ্রাণ

ধর্ম ইদানিং যেভাবে প্রাণ সংহারে মত্ত হয়েছে তাতে প্রাণ আর ধর্মের সাথে যায় না। ফলে ধর্মপ্রাণ শব্দটিই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। 

 দুবনা, ১৬ অক্টোবর ২০২১

Friday, October 15, 2021

নো মোর জোকস


অনেককেই দেখি ফান করা বা বিরক্তি প্রকাশের জন্যে ওয়াজের ভিডিও শেয়ার করেন। এতে করে আপনার বিরক্তি ঐ হুজুর টের পাক আর নাই পাক আপনি কিন্তু তার বাণী ঠিক কিছু লোকের কাছে পৌঁছে দিচ্ছেন। আর এভাবেই তার অপকর্মকে প্রোমোট করছেন। সময় এসেছে ইগনোর করার মধ্য দিয়ে হলেও এদের কাছে নিজের প্রতিবাদের বাণী পৌঁছে দেবার।

দুবনা, ১৫ অক্টোবর ২০২১

অদ্ভুত

অদ্ভুত জাতি আমরা। অনন্য। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে প্রাণ দিতে পারি। দেশ স্বাধীন করতে পারি। পাকিস্তান তাড়াতে পারি অথচ পাকিস্তানের ভূত দিব্যি ঘাড়ে করে ঘুরে বেড়াই। স্বাধীনতা পাই, মুক্তি পাই না। ভাষার লড়াই এ জিতি কিন্তু বাকস্বাধীনতা হারাই। বাকস্বাধীনতা নেই তাতে কী? আছে বাক্য গঠনের স্বাধীনতা, যেমন খুশি তেমন করে বাংলা লেখার স্বাধীনতা। শুভ বিজয়া!

দুবনা, ১৫ অক্টোবর ২০২১ 




Thursday, October 14, 2021

কালসিটে


রাস্তায় এক বন্ধুর সাথে দেখা। 
- কী খবর?
খবর যে ভাল নয় চেহারা দেখেই বোঝা যায়। চোখের নীচে কালসিটে দু একের মধ্যে মারামারির সাক্ষী বহন করছে।
- চলছে।
একটু লজ্জিত হয়ে উত্তর দিল ও। সেদিন পড়ে গিয়ে ......
- তাতে হয়েছে টা কি? দেখ না আমি সারা গায়ে কালসিটে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছি।

দুবনা, ১৫ অক্টোবর ২০২১


বাদ নয় রোধ আবশ্যক


অন্যায়কে প্রতিরোধ করার সময় অনেক আগেই হয়েছে কিন্তু দুর্বলতা বশত আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করেই মনের আনন্দে ঢেকুড় তুলি। এতে আত্মতুষ্টিতে ভোগা যায় বটে, কিন্তু দেশে শান্তি আসে না।

দুবনা, ১৪ অক্টোবর ২০২১

Wednesday, October 13, 2021

সম্প্রীতি


এই যে আমরা কথায় কথায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি সেটা কি দেশে আদৌ আছে? থাকলে কার জন্য? সংখ্যালঘুদের এটা দরকার অস্তিত্বের জন্য, সরকারের বলা দরকার ভাবমূর্তির (মূর্তি নয় শুধুই ভাব) জন্য। যতদিন না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করবে ততদিন পর্যন্ত এই সম্প্রীতি অধরাই থেকে যাবে। আর যেদিন তারা সেটা উপলব্ধি করবে তখন নিজেরা নিজেদের তাগিদেই দুর্বৃত্তদের হটিয়ে সম্প্রীতি রক্ষা করবে। আপাতত সেটা হচ্ছে না মানে হয় সংখ্যাগরিষ্ঠ জনগন এটাকে প্রয়োজনীয় মনে করে না নাহয় এতে তাদের মৌন সমর্থন আছে। সরকার যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সত্যি আন্তরিক হয় তবে ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বিদ্যালয় গড়তে হবে, সিলেবাসে পরিবর্তন আনতে হবে, শিক্ষার আলোয় আলোকিত করতে হবে শিশুর মন। মনে রাখতে হবে আরবের মরুভূমিতে সোনার বাংলার চাষ হয় না।

দুবনা, ১৪ অক্টোবর ২০২১

পরিস্থিতির পূর্বাভাস


ইদানিং নেটে একটা জিনিস খোঁজ করলে সাথে আনুষঙ্গিক অনেক কিছু চলে আসে। মার্কেটিং এর এই নিয়ম মেনে কোন শব্দ লিখলে ফেসবুকও প্রায়ই পরের শব্দ অফার করে। আজ প্রতিমা শব্দ লেখার সাথে সাথে ও অফার করল ভাংচুর। পরিস্থিতি বুঝলেন?

দুবনা, ১৪ অক্টোবর ২০২১

পদ

দেশে পদ নিয়ে এত হানাহানি যে বাংলা একাডেমি বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় ও ক্রিয়া পদের সাথে আরও কয়েকটা পদ যোগ করতে পারে। ইংরেজরা এসব জেনে আগে থেকেই আটটা পদ বাজারে এনেছে। বাঙালিরাই বা কম কিসে। আর সেই সাথে শত খানেক নতুন বিশেষণ। অনেককে দেখি নেতানেত্রীদের গুণগান করতে গিয়ে বিশেষণের অভাবে রীতিমত শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে। শুভ বুদ্ধির উদয় হোক। 

দুবনা, ১৩ অক্টোবর ২০২১

Tuesday, October 12, 2021

ভিশন

ভিশন তার এমন ভীষণ
শুনে তো ভাই খেলাম বিষম
দাঁড়িয়ে অসম সমতলে
ভাগ্যিস যাইনি রসাতলে। 

দুবনা, ১২ অক্টোবর ২০২১

Monday, October 11, 2021

কথাপোকথন

দাদা, কেমন আছেন?
-  জানেন তো ভাল থাকা আমার হবি।
-  শরীর ভাল?
-  শরীর আপাতত সার্ভিস সেন্টারে আছে।
-  অয়েলিং করতে দিলেন নাকি?
-  বলতে পারেন। তবে এই তেল সেই তেল নয়।
-  তবে?
-  মাঝে মধ্যে হৃদয়ে একটু প্রেম ঢুকাতে হয়। সিরিঞ্জ দিয়ে। 

দুবনা, ১১ অক্টোবর ২০২১

Friday, October 8, 2021

হাড্ডাহাড্ডি লড়াই

 

গতকাল সুইমিং পুলে গেলাম জলে ভিজিয়ে সাওনায় শুকিয়ে হাড্ডিগুলোয় একটু প্রাণ সঞ্চার করব বলে। কিন্তু হাড্ডিতে এত বেশি মরিচা ধরেছে যে কোন মতে ৬০০ মিটার সাঁতার কেটে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে রণে ভঙ্গ দিতে হল। তবে এটা ছিল মার্শাল কুতুজভের মত ট্যাকটিক্যাল চাল। কিছুদিনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই করে মরিচার উপর এক হাত নিতে পারব বলে আশা করছি।

দুবনা, ০৮ অক্টোবর ২০২১

পাপের বিপদ


একটা স্ট্যাটাসে একজন লিখেছেন "আগে মানুষ পাপের ভয়ে মিথ্যে বলতো না, এখন বিপদে পড়তে সেই ভয়ে কেউ সত্য বলে না।" কিন্তু প্রশ্ন হল নিজেকে বিপদে ফেলা কি পাপ নয়? সেদিক থেকে পরিবর্তন কি খুব ড্রামাটিক?

দুবনা, ০৮ অক্টোবর ২০২১

Thursday, October 7, 2021

মূল্য


প্রতিটি পেশারই স্বকীয়তা আছে, সেটা বেতনের উপর নির্ভর করে না। লাখ টাকা বেতনের চাপরাশি চাপরাশিই আবার হাজার টাকা বেতনের শিক্ষক শিক্ষকই। দুটো কাজই গুরুত্বপূর্ণ - তবে তাদের সামাজিক গুরুত্ব ভিন্ন। একই ভাবে লাখ টাকা লিটার পানীয় জল কেউ কিনতেই পারেন, তাতে জলের মান বা গুণ কোনটাই বৃদ্ধি পায় না। কোন কিছুর অতি মূল্যায়নে বস্তুও গুণ তো বাড়েই না উল্টো যারা সেটা করেন তাদের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন জাগে।

দুবনা, ০৭ অক্টোবর ২০২১

কোড


আমার ফোনে অনেকের নম্বর সেভ করা আছে যারা আর নেই। ওখানকার কোড জানা নেই বলে কল করা হয় না। আচ্ছা ওখানকার জুডিশিয়াল কোড সবাই জানে অথচ ফোন করার কান্ট্রি কোডটা কেউ জানেনা কেন? 

দুবনা, ০৭ অক্টোবর ২০২১

Wednesday, October 6, 2021

মহালয়া

সকাল থেকেই ইনবক্সে মহালয়ার শুভেচ্ছা পাচ্ছি। কেউ কেউ টাইম লাইনে এ নিয়ে লিখছেন। কেউ এ নিয়ে লিখছেন নস্টালজিয়ার কথা। ধর্ম বা ধর্মীয় আচার থেকে অনেক দূরে থাকলেও ছোটবেলার সেই রোমাঞ্চকর স্মৃতি মেশানো কম্বল মুড়ি দিয়ে নিজের অনুভূতিকে ঠিকই ওম দিতে পারছেন। আবার কেউ ধর্মীয় আচারের সাথে মেলে না বলে বলছেন মহালয়ায় শুভেচ্ছা জানাতে নেই। এসব থেকেই বোঝা যায় ধর্মটা ঠিক ধর্ম নেই, জীবনের ভালমন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা থাকে ততক্ষণই ধর্ম জীবনের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারে। কিন্তু যখনই তাকে বিধিনিষেধের বেড়াজালে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয় তখনই দেখা দেয় সমস্যা। ধর্মকে অধর্ম না করলে কোনই সমস্যা দেখা দেয় না, সেটা বরং হয়ে ওঠে সংস্কৃতির অঙ্গ, ভালো লাগার স্মৃতি। 

দুবনা, ০৬ অক্টোবর ২০২১

Monday, October 4, 2021

পরিচয়


কেমন আছেন বিজন দা?
আমি তো ভালই থাকি বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম।
আমাকে চিনতে পারলেন না?
দেখেছি বলে তো মনে হয় না।
আমাদের ফেসবুক আলাপ। আমরা এফবি ফ্রেন্ড।
ওয়েট। ফেসবুকটা ওপেন করি। তারপর না হয় চ্যাট করা যাবে।

মস্কো, ০৪ অক্টোবর ২০২১

Sunday, October 3, 2021

বিস্ময়


ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে কমেন্টে যে পরিমাণ অসাধারণ, অনবদ্য থেকে শুরু করে রঙ বেরঙের প্রশংসায় পঞ্চমুখের প্রাচুর্য তার পরেও সমাজ এমন বিবেকহীন কেন সেটাই বুঝতে পারি না।

মস্কোর পথে, ০৩ অক্টোবর ২০২১

সত্য মিথ্যা

 

আজকাল সামাজিক ও সংবাদ মাধ্যম ব্যবহার করে যেকোন মিথ্যাকেই সত্য বানানো যায়। তবে সেটা সাময়িক। মিথ্যা অচিরেই প্রকাশ পায়, মিথ্যা সত্য হয় না। ইরাকের মারণাস্ত্র তার প্রমাণ। মিথ্যাকে সত্য বানিয়ে কোন ব্যাপারে সাময়িক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘ মেয়াদি পরিণতি করুণ হবার সম্ভাবনা বেশি। কারণ একবার মিথ্যাবাদী বলেই দুর্নাম অর্জন করলে মানুষের বিশ্বাস ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে মিডিয়ার প্রতি মানুষের অবিশ্বাসের বীজ এখানেই নিহীত 
 
দুবনা, ০৩ অক্টোবর ২০২১

Friday, October 1, 2021

ভালবাসা


জন্মভূমির কোন বিকল্প নেই। যেমন বিকল্প নেই ছোটবেলার। তবে দেশের প্রতি সত্যিকারের ভালবাসা অন্যদেশ বা অন্য জায়গাকে ভালবাসতে ব্যাঘাত ঘটায় না। প্রেম আমাদের অন্ধ করে আর ভালবাসা চোখ খুলে দেয়। দেশপ্রেম দেশের প্রতি সত্যিকারের ভালবাসা, অন্ধ বা একচোখা নয়, খোলা মনের খোলা চোখের ভালবাসা।

দুবনা, ০২ অক্টোবর ২০২১

বৈধতার সীমান্ত


যতদূর জানি যে কোন প্রকার অবৈধ কাজের জন্য সব দেশেই আইনগত ভাবে শাস্তির ব্যবস্থা আছে। বিয়ে বা তালাক যদি বৈধ না হয় তাহলে সেই তালাক বা বিয়ে কি অবৈধ কাজ বলে গন্য হয় না? যদি তাই হয় তবে সেটা কি শাস্তি যোগ্য অপরাধ নয়?

দুবনা, ০১ অক্টোবর ২০২১