Tuesday, March 23, 2021

মোড়ক

 

দেশে থাকতে দুষ্টুমি করে প্রায়ই ছোট্ট কোন উপহার একটার পর একটা বাক্সবন্দী করে প্রাপকের হাতে তুলে দিতাম। উপহারের নাগাল পেতে পেতে অনেকেই বিরক্ত হত। তার উপর যদি উপহার হিসেবে থাকত হাস্যকর কোন কিছু তাহলে আর যায় কোথায়। আজকাল মানুষকে এত বেশি বিশেষণের মোড়কে উপস্থাপন করা হয় যে বিশেষণের ভেতরে হয় আসল লোকটি হারিয়ে যায়, নয়তো তাকে খুঁজে পাওয়া পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য অনেকেরই থাকে না।

দুবনা, ২৩ মার্চ ২০২১

No comments:

Post a Comment