Monday, March 29, 2021

পাগলা মানুষ

 


মানুষ নিজের ব্যর্থতা ঢাকতে সব সময় বাইরের শত্রু খোঁজে, অথচ শত্রু তার নিজের ভেতরে। এক দল অন্য দলের ভেতর শত্রু খুঁজতে গিয়ে নিজের দল গোছানোর সময় পায় না। এক দেশ নিজেদের সব কাজে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে ব্যস্ত থেকে নিজের দেশের সমস্যা দেখতে পায়না। এই শত্রু খোঁজার অভ্যাসই মানুষের, সমাজের, দেশের সবচেয়ে বড় শত্রু। এটা আসলে এক ধরণের সিজোফ্রেনিয়া।

দুবনা, ২৯ মার্চ ২০২১

No comments:

Post a Comment