তান্ত্রিক ক্ষমতা
আমাদের দেশের মানুষ মুখে গণতন্ত্রী হলেও অন্তরে রাজতন্ত্রে বিশ্বাসী। তাই তো ক্ষমতার মসনদে বসলে তারা নিজেদের মধ্যে অশোক, আকবর, আলিবর্দীর প্রেতাত্মা দেখতে পান। ক্ষমতার চশমা পরে তাদের চোখে রাষ্ট্র ও দল, দেশ ও পৈতৃক ভিটা সব একাকার হয়ে যায়। এই সমীকরণে জনগণ হচ্ছে কামানের খাদ্য।
দুবনা, ০৬ মার্চ ২০২১
No comments:
Post a Comment