Thursday, March 18, 2021

ভয়


আচ্ছা এতো মানুষ কমিউনিস্ট পার্টি করে অথচ দুনিয়া থেকে সমাজতন্ত্র বিলুপ্ত হচ্ছে কেন?
কারণ মানুষ সাম্যবাদে বিশ্বাস করে কিন্তু সাম্যকে ভয় পায়।
সে আবার কী কথা?
ব্যক্তি মানুষ চায় সং সময় নিজেকে হাইলাইট করতে, অন্যের চেয়ে বড় হতে। সবাই সমান হলে তো ব্যক্তি মানুষ সমষ্টির অংশ মাত্র হয়। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার ভয় খুব সাংঘাতিক। আইনের চোখে সবাই সমান অথচ মানুষ আইনকে ভয় পায়। একইভাবে, মৃত্যুর কাছে সবাই সমান, কিন্তু মৃত্যুকে সবাই ভয় পায়। তাই ধরে নিতে পারি, যেখানেই সাম্য, সেখানেই ভয়।

দুবনা, ১৯ মার্চ ২০২১

No comments:

Post a Comment