সাধারণত ঘুরতে যাওয়া হয় আমার উদ্যোগে। গুলিয়া যে যায় না তা নয়, তবে ও যায় নিজের সাঙ্গপাঙ্গ (কুকুর) নিয়ে নিজের মত করে, আমি নিজের মত ক্যামেরা কাঁধে ঝুলিয়ে। গতকাল সকালে উঠেই ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। বাইরে রোদ। আমি তো এক পায়ে দাঁড়িয়ে। সকাল ৯ টায় রেডি হয়ে বসে আছি, বেরুতে বেরুতে এগারটা পেরিয়ে গেছে। আমি নাকি বলেছি দাড়াও। শীতের কান্নায় বন ভিজে গেছে। সেই অশ্রু নদী হয়ে বনের বুক বেয়ে যাচ্ছে ভোলগার দিকে। কৃষ্ণ নদী বরফের চাদর সরিয়ে একটু একটু করে চোখ খুলছে।
No comments:
Post a Comment