Saturday, March 27, 2021

রাজনীতি

 

ভারতীয় পত্রপত্রিকায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মোদীর বক্তব্য নিয়ে হাসির ফোয়ারা ছুটেছে। মোদী বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলে তিনি নাকি জেলে গিয়েছিলেন। ঘটনা সত্য না মিথ্যা সেটা বলতে পারব না তবে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এই বক্তব্য যে ইতিহাসের বিকৃতি সে ব্যাপারে সন্দেহ থাকার উপায় নেই। মোদীর নয়, ইন্দিরা গান্ধীর ভারত তখন বাংলাদেশের স্বাধীনতার জন্য যা করেছে সেটা সচরাচর দেখা যায় না। শুধু প্রায় এক কোটি মানুষকে আশ্রয়ই দেয়নি, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, এমনকি কয়েক হাজার ভারতীয় সেনা যুদ্ধ করে প্রাণ পর্যন্ত দিয়েছে। এমতাবস্থায় মোদীর জেল গমন সেই সময়ের ভারতীয় রাষ্ট্র নীতির পরিপন্থী। সেটা ঘটতে পারত শুধু তখনই যদি মোদী বা আরএসএস বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে ভারত সরকারের নীতির বিরোধিতা করত। আর সেটা যদি সত্যি সত্যি ঘটে থাকে তবে আমাদের এই আনন্দ উৎসবে মোদীর আগমন তাঁর বিশ্বাসের পরিপন্থী। আসলে রাজনীতিতে মিথ্যা আজ এমনভাবে শেকড় গেড়ে বসেছে যে সাময়িক বাহবা পাওয়ার জন্য অনেকে চোখের পলক না ফেলেও নির্জলা মিথ্যা বলে যায়।

দুবনা, ২৭ মার্চ ২০২১

No comments:

Post a Comment