Friday, March 26, 2021

নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ

 


মোদী বিরোধীরা আর কিছু করতে পারুক বা নাই পারুক স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব পন্ড করতে পেরেছে। স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কিছু শক্তি একাত্তরের চেতনা বিরোধী মৌলবাদী শক্তির এই কর্মকাণ্ডে সহযোগীর (অনিচ্ছাকৃত না বোকামি!) ভূমিকা পালন করেছে। দেশের সম্মানের চেয়ে মোদীর অসম্মানকে বেশি গুরুত্ব দিয়ে বামেরা আসলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার খেলায় মেতে উঠেছে। এমনিতেই ক্রমশ জন সমর্থন হারানো বাম রাজনীতি এ ঘটনার পর আবারও নতুন করে প্রশ্নের সম্মুখীন হবে। রণকৌশল যখন রণনীতিকে প্রশ্নবিদ্ধ করে তখন এ ধরণের কৌশল বর্জনীয়। অতীতে অনেকবার দেখেছি কোন এক কংগ্রেসে নিজেদের ভুল স্বীকার করে পাপস্খলন করার চেষ্টা করতে যা অনেকটা খৃস্টানদের স্বীকারোক্তি বা কনফেসনের মত। তবে বাংলার (মুসলিম) ধর্মভীরু জনগণ সেটা গ্রহণ করবে কিনা তাতে সন্দেহ আছে। এভাবে চলতে থাকলে কিছুদিন পরে ভুল স্বীকার করার মত লোক পাওয়া যাবে কিনা সেটাই আজ বাম ঘরানার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।

দুবনা, ২৬ মার্চ ২০২১ 
 
 

 

No comments:

Post a Comment