যদি ফুটবল খেলতে চান তবে লীগটা বিভিন্ন ফুটবল টীম নিয়েই গড়ে তুলুন। সাময়িক লাভের কথা ভেবে প্রতিপক্ষ হিসেবে যদি হাডুডু টীম বেছে নেন তাতে খেলায় হয়তো জিতবেন তবে নিজের স্কীল বাড়বে না। আর এক সময় হাডুডু টীম শক্তিশালী হলে আপনাকেও ফুটবল নয় হাডুডু খেলতেই বাধ্য করবে। তখন কিন্তু ফুটবল বাঁচানোর জন্য আশেপাশে কেউ থাকবে না। আমাদের দেশের রাজনীতির আজ এই অবস্থা। রাজনীতির মাঠ থেকে রাজনৈতিক দল সরিয়ে ধর্মীয় দল আনায় রাজনীতির অস্তিত্বই আজ বিপন্নের পথে। এখন থেকে সাবধান না হলে আর সুস্থ্য ও সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে না আনলে একদিন রাজনীতিই অস্তিত্বের সংকটে পড়বে। আর সেটা হবে সামরিক শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার চেয়েও শতগুণে ভয়ঙ্কর। ইরানের দিকে চেয়ে দেখুন। রাজনৈতিক দল আপনার শত্রু নয় প্রতিপক্ষ, কিন্তু ধর্মীয় মৌলবাদীদের যেকোনো সংগঠন শুধু আপনার নয়, দেশের শত্রু!
দুবনা, ৩০ মার্চ ২০২১
No comments:
Post a Comment