Tuesday, March 30, 2021

প্রতিপক্ষ বনাম শত্রু

 


যদি ফুটবল খেলতে চান তবে লীগটা বিভিন্ন ফুটবল টীম নিয়েই গড়ে তুলুন। সাময়িক লাভের কথা ভেবে প্রতিপক্ষ হিসেবে যদি হাডুডু টীম বেছে নেন তাতে খেলায় হয়তো জিতবেন তবে নিজের স্কীল বাড়বে না। আর এক সময় হাডুডু টীম শক্তিশালী হলে আপনাকেও ফুটবল নয় হাডুডু খেলতেই বাধ্য করবে। তখন কিন্তু ফুটবল বাঁচানোর জন্য আশেপাশে কেউ থাকবে না। আমাদের দেশের রাজনীতির আজ এই অবস্থা। রাজনীতির মাঠ থেকে রাজনৈতিক দল সরিয়ে ধর্মীয় দল আনায় রাজনীতির অস্তিত্বই আজ বিপন্নের পথে। এখন থেকে সাবধান না হলে আর সুস্থ্য ও সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে না আনলে একদিন রাজনীতিই অস্তিত্বের সংকটে পড়বে। আর সেটা হবে সামরিক শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার চেয়েও শতগুণে ভয়ঙ্কর। ইরানের দিকে চেয়ে দেখুন। রাজনৈতিক দল আপনার শত্রু নয় প্রতিপক্ষ, কিন্তু ধর্মীয় মৌলবাদীদের যেকোনো সংগঠন শুধু আপনার নয়, দেশের শত্রু!

দুবনা, ৩০ মার্চ ২০২১


Monday, March 29, 2021

পাগলা মানুষ

 


মানুষ নিজের ব্যর্থতা ঢাকতে সব সময় বাইরের শত্রু খোঁজে, অথচ শত্রু তার নিজের ভেতরে। এক দল অন্য দলের ভেতর শত্রু খুঁজতে গিয়ে নিজের দল গোছানোর সময় পায় না। এক দেশ নিজেদের সব কাজে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে ব্যস্ত থেকে নিজের দেশের সমস্যা দেখতে পায়না। এই শত্রু খোঁজার অভ্যাসই মানুষের, সমাজের, দেশের সবচেয়ে বড় শত্রু। এটা আসলে এক ধরণের সিজোফ্রেনিয়া।

দুবনা, ২৯ মার্চ ২০২১

আপোষ

 


আমাদের রাজনীতি আসলে সব সময়ই এক্সট্রিম লাইনে চলে। যাদের সাথে আসলে আপোষে আসা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্যই কর্তব্য তাদের সাথে আমরা আপোষহীন। আর যাদের সাথে কখনই আপোষ করা উচিৎ হয় তাদের সাথে আপোষ করতে করতে আমরা অস্তিত্ব বিসর্জন দিই। মুশকিল!

দুবনা, ২৯ মার্চ ২০২১

Saturday, March 27, 2021

বিড়ালের রাগ বেড়ার সাথে

 


নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক - সন্দেহ নেই। তিনি মুসলমানদের পছন্দ করেন না - সেটাও সত্য। সুযোগ পেলে তিনি বিভিন্ন ভাবে মুসলমানদের ক্ষতি করেন - সেটাও ঠিক। কিন্তু প্রশ্ন হল এই যে মোদীর বিরোধিতা করে গতকাল হাজার হাজার মুসুল্লি (শুধু কি মুসুল্লিই) দেশের সম্পদ নষ্ট করল, স্টেশনে আগুন লাগাল, কতগুলো প্রাণ ঝরাল, আশংকা করা হচ্ছে এই প্রতিবাদ আরও চলবে, ৯০% মুসলমানের দেশের কষ্টে অর্জিত সম্পদ আরও নষ্ট হবে, এটা কি পারতপক্ষে মোদীর মুখেই হাসি ফুটাবে না? একটা গুলি খরচ না করে, একটাও আরএসএস বা বিজেপির কর্মীকে মাঠে না নামিয়ে ধর্মীয় শত্রুর এত ক্ষতি করে তিনি তো হিরো বনে গেলেন। নাকি সাম্প্রদায়িক মানুষ সাম্প্রদায়িক মানুষের ভাই - এই নিয়মে আপনারা মোদীকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আসন্ন নির্বাচনে? যতসব!

দুবনা, ২৭ মার্চ ২০২১

রাজনীতি

 

ভারতীয় পত্রপত্রিকায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মোদীর বক্তব্য নিয়ে হাসির ফোয়ারা ছুটেছে। মোদী বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলে তিনি নাকি জেলে গিয়েছিলেন। ঘটনা সত্য না মিথ্যা সেটা বলতে পারব না তবে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এই বক্তব্য যে ইতিহাসের বিকৃতি সে ব্যাপারে সন্দেহ থাকার উপায় নেই। মোদীর নয়, ইন্দিরা গান্ধীর ভারত তখন বাংলাদেশের স্বাধীনতার জন্য যা করেছে সেটা সচরাচর দেখা যায় না। শুধু প্রায় এক কোটি মানুষকে আশ্রয়ই দেয়নি, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, এমনকি কয়েক হাজার ভারতীয় সেনা যুদ্ধ করে প্রাণ পর্যন্ত দিয়েছে। এমতাবস্থায় মোদীর জেল গমন সেই সময়ের ভারতীয় রাষ্ট্র নীতির পরিপন্থী। সেটা ঘটতে পারত শুধু তখনই যদি মোদী বা আরএসএস বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে ভারত সরকারের নীতির বিরোধিতা করত। আর সেটা যদি সত্যি সত্যি ঘটে থাকে তবে আমাদের এই আনন্দ উৎসবে মোদীর আগমন তাঁর বিশ্বাসের পরিপন্থী। আসলে রাজনীতিতে মিথ্যা আজ এমনভাবে শেকড় গেড়ে বসেছে যে সাময়িক বাহবা পাওয়ার জন্য অনেকে চোখের পলক না ফেলেও নির্জলা মিথ্যা বলে যায়।

দুবনা, ২৭ মার্চ ২০২১

Friday, March 26, 2021

নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ

 


মোদী বিরোধীরা আর কিছু করতে পারুক বা নাই পারুক স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব পন্ড করতে পেরেছে। স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কিছু শক্তি একাত্তরের চেতনা বিরোধী মৌলবাদী শক্তির এই কর্মকাণ্ডে সহযোগীর (অনিচ্ছাকৃত না বোকামি!) ভূমিকা পালন করেছে। দেশের সম্মানের চেয়ে মোদীর অসম্মানকে বেশি গুরুত্ব দিয়ে বামেরা আসলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার খেলায় মেতে উঠেছে। এমনিতেই ক্রমশ জন সমর্থন হারানো বাম রাজনীতি এ ঘটনার পর আবারও নতুন করে প্রশ্নের সম্মুখীন হবে। রণকৌশল যখন রণনীতিকে প্রশ্নবিদ্ধ করে তখন এ ধরণের কৌশল বর্জনীয়। অতীতে অনেকবার দেখেছি কোন এক কংগ্রেসে নিজেদের ভুল স্বীকার করে পাপস্খলন করার চেষ্টা করতে যা অনেকটা খৃস্টানদের স্বীকারোক্তি বা কনফেসনের মত। তবে বাংলার (মুসলিম) ধর্মভীরু জনগণ সেটা গ্রহণ করবে কিনা তাতে সন্দেহ আছে। এভাবে চলতে থাকলে কিছুদিন পরে ভুল স্বীকার করার মত লোক পাওয়া যাবে কিনা সেটাই আজ বাম ঘরানার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।

দুবনা, ২৬ মার্চ ২০২১ 
 
 

 

Thursday, March 25, 2021

স্বাধীনতা

 


স্বাধীনতা মানে মুক্ত মনে চিন্তা করার অধিকার
স্বাধীনতা মানে মনের কথা চিৎকার
করে বলা। স্বাধীনতা মানে অন্ন-বস্ত্র, যে বই খুশি পড়া
স্বাধীনতা মানে নিজের মত নিজের জীবন গড়া
স্বাধীনতা মানে বিশ্বাসের সাথে অবিশ্বাসেও বিশ্বাস
স্বাধীনতা মানে সবুজ মাঠ, নির্মল বায়ু নিঃশ্বাস
স্বাধীনতা মানে ভয় না পাওয়া, স্বাধীনতা মানে শান্তি
স্বাধীনতা মানে সাফল্যই নয়, মেনে নেওয়া ভুল ভ্রান্তি
স্বাধীনতা মানে গোঁড়ামি নয়, প্রশ্ন করার অধিকার
কর্তৃত্ব বাদী রাজনীতি নয়, রাজনীতি জবাবদিহিতার
 
দুবনা, ২৫ মার্চ ২০২১ 
 
 

 

Wednesday, March 24, 2021

ছোটবেলায় ফেরা

 

রোববার মস্কোর বাসায় পৌঁছুতে পৌঁছুতে প্রায় আটটা বাজল। কথা ছিল মনিকার সাথে আশেপাশে কোথাও যাব। ও বন্ধুর জন্য অপেক্ষা করছিল, তাই আমি ফ্রি হয়ে গেলাম। সেভাকে বললাম
ঘুরতে যাবি?
চল।
সেভা রাজী হয়ে গেল। কারণ, তাহলে আমরা কোন দোকানে যাব, ও সপ্তাহের বাজার করবে আর গতকাল পাঠানো টাকাটা নিজের পকেটে চালান করবে। ক্রিস্টিনার কাছ থেকে ওর দরকারি জিনিসের ফর্দ নিলাম। ও সাধারণত রান্না করে না। মনিকা বা সেভা রান্না করলে খায়। মাঝে মধ্যে ক্যাফে থেকে লেখে টাকা পাঠানোর জন্য। এক কথায় আমার মতই আজান দিয়ে বেড়ায়। তাই ওর ফর্দ ছোট। হ্যাম, রুটি, স্যানিটারী প্যাড এসব।
সেভা আমাকে নিয়ে গেল কমসমলস্কি প্রস্পেক্টের সামনে পার্কে, এটা ইউনস্ত হোটেলের সামনে। আমাদের বাসার আশেপাশে বেশ কয়েকটি পার্ক। মিনিট কুড়ি হাঁটলে চলে যাওয়া যায় তলস্তয়ের স্ট্যাচুর ওখানে। বেশ সুন্দর পার্ক। অন্যটা মিনিট পনেরোর রাস্তা, ফ্রুঞ্জেন্সকায়ার ওখানে। কিন্তু সেভা নিয়ে গেল এই পার্কে। বুঝলাম খুব পছন্দ ওর এই পার্কটা। মস্কোয় আমার পছন্দের পার্ক ছিল হোস্টেলের পেছনের বন। বুঝলাম সেভা রাতে প্রায়ই ঘুরতে আসে এখানে। ছাত্র জীবনে কত ঘুরেছি এখানে! মনে পড়ল দীপুর কথা। তাপমাত্রা শূন্যের নীচে, তবে খুব বেশি নয়।
পাপা, রাস্তা পিচ্ছিল। দেখে হেঁটো।
কয়েক বছর আগেও আমি সেভাকে এ কথা বলতাম, এখন ওরাই আমাকে সাবধান করে। মনিকা ফোন করে এমনিতেই, জানতে চায় শরীরের কথা। আমি ঠাট্টা করে বলি
কিরে, তোরা ভয় পাচ্ছিস যে আমি মরে গেলে তোদের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে?
ও রেগে ওঠে।
ইদানিং আমার মস্কো আসার আগেই সেভা সব রান্না করে রাখে, এমনকি সোমবার ঘুম থেকে উঠে দেখি ও পরিজ পরিবেশন করে রেখে দিয়েছে। দুবনায় আমি গুলিয়ার জন্য এরকম করি। আমি এতদিন ধরে রান্না করছি এখনও প্রাইমারি স্কুলের চৌকাঠ পাড় হতে পারিনি। আর সেভা দেখি খুব ভাল রান্না করে। আসলে সবই নির্ভর করে ভালবাসার উপরে। আমি রান্না বসিয়ে কোন কাজে ব্যস্ত হয়ে পড়ি, সেভাকে দেখি খুব যত্ন করে রান্না করে আর সেটা করে খুব মনোযোগ দিয়ে।
আমার সব সময়ই ছোট থাকতে ভালো লাগত। এখন ওদের স্নেহ, আদর, ভালবাসা পেয়ে ভালই লাগে।

দুবনা, ২৪ মার্চ ২০২১
 
 

 

Tuesday, March 23, 2021

মোড়ক

 

দেশে থাকতে দুষ্টুমি করে প্রায়ই ছোট্ট কোন উপহার একটার পর একটা বাক্সবন্দী করে প্রাপকের হাতে তুলে দিতাম। উপহারের নাগাল পেতে পেতে অনেকেই বিরক্ত হত। তার উপর যদি উপহার হিসেবে থাকত হাস্যকর কোন কিছু তাহলে আর যায় কোথায়। আজকাল মানুষকে এত বেশি বিশেষণের মোড়কে উপস্থাপন করা হয় যে বিশেষণের ভেতরে হয় আসল লোকটি হারিয়ে যায়, নয়তো তাকে খুঁজে পাওয়া পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য অনেকেরই থাকে না।

দুবনা, ২৩ মার্চ ২০২১

বন্ধু

এই যে আপনি সবার সমালোচনা করেন তাতে তো বন্ধুহীন হয়ে যাবেন।

আমি বন্ধুহীন নই, আমি এক ও অদ্বিতীয়।

দুবনা, ২৩ মার্চ ২০২১

ভাষা ও ধর্ম

বহু ধর্মে বিশ্বাসী কোন দেশে একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দেওয়া আর বহু ভাষাভাষী মানুষের দেশে কোন একটি ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা করার মধ্যে কয় যোজন দূরত্ব?

দুবনা, ২৩ মার্চ ২০২১

ডিগবাজি

আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একজন কর্মী হিসেবে সব সময়ই গর্ব বোধ করতাম। শুধু আমিই না, আমরা অনেকেই। বিশ্বাস করতাম এখানে মেধাবী ছেলেমেয়েরা আসে। যেহেতু এই সংগঠনের অনেকেই পরবর্তীতে সিপিবিতে যোগ দিতেন তাই সিপিবির সাংগঠনিক দক্ষতা সম্পর্কেও উচ্চাশা পোষণ করতাম। ইদানিং অবশ্য প্রায়ই হতাশ হচ্ছি। কয়েকদিন আগে কেন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে ভারতের প্রধানমন্ত্রী (মোদীর) আগমনের বিরোধিতা করা উচিৎ নয় এ ব্যাপারে লিখেছি। আজ দেখলাম তারা মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করার দাবি তুলেছে। এর কতগুলো কারণ হতে পারে। ১) অন্যদের মত তারা ভোটের রাজনীতিতে নেমেছে। এখানে লাভ হবে বলে মনে হয় না। ২) এরা রাজনীতি ও কূটনীতি চর্চা করতে ভুলে গেছে। রাজনীতি নিয়ে আগে লিখেছি। আমন্ত্রণ প্রত্যাহার কূটনৈতিক কেলেঙ্কারি। ৩) এরা নিজেদের আর ক্ষমতার দাবিদার মনে করে না। নাহলে উপরের দাবিগুলো করত না। ৪) দেশের আর জনগণের ভবিষ্যৎ নিয়ে এদের কোন মাথা ব্যাথা নেই। মোদী যাই হোক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী। মোদীর ব্যাক্তিগত চরিত্রের কারণে আমন্ত্রণ প্রত্যাহার করার ফল স্বরূপ ভারত যদি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ও বিভিন্ন এম্বার্গো আরোপ করে সেটা ট্যাকল করতে যে মূল্য জনগণকে দিতে হবে সেটা কি ওনারা হিসাবে নেন।

হতে পারে এরা জানে সরকার তাদের কথায় কর্ণপাত করবে না। ক্ষতি যেহেতু নেই একটু হৈচৈ করলে সমস্যা কোথায়? যদি মানুষের নজর কাড়া রায়!
বামদের বর্তমান কৌশলকে আদর্শের লড়াই বলে না, এর নাম বালখিল্যতা।
দুবনার পথে, ২২ মার্চ ২০২১

স্নেহ

যদ্দূর মনে পড়ে তেল হল স্নেহ পদার্থ। বাঙালি আসলে তেল মারে না, স্নেহ করে আর ঈর্ষাকাতর মানুষ তাতে তেলের খনির সন্ধান পায়।

মস্কোর পথে, ২১ মার্চ ২০২১

Sunday, March 21, 2021

Friend forever

Who is the best friend of the students all over the world?

Karl Marx.

Why?

Because he said, "Classes should be cancelled forever."

Dubna, 21 March 2021



ঘুষ

 

আজ মনে হয় রাজনীতির বড় সমস্যা একই সাথে অনমনীয়তা ও নতজানু হওয়া। যেদিকেই তাকাই দেখি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির অনেক প্রশ্নেই বিভিন্ন দল ও সরকার অনমনীয়, আবার নিজেদের দলীয় স্বার্থ রক্ষার প্রশ্নে প্রায় যে কারও সাথে আপোষ করতে রাজী। ভোটের লোভে শয়তানের কাছে বিবেক বিক্রি করতেও এদের চোখের পলক পড়ে না। আমরা বাংলাদেশের রাজনীতিতে সেটা দেখি, দেখি পশ্চিম বঙ্গের ভোটের জোটে বা আমেরিকার সরকার গঠনে। দরকারী লোক বা জোটকে ঘুষ দেওয়া - সেটা এম পি হোক আর মিনিস্টার হোক অথবা কোটি টাকার কন্ট্রাক্ট হোক। একসময় রাজনীতির মূল চালিকা শক্তি ছিল আদর্শ, এখন ক্ষমতা। আর সেই ক্ষমতা অর্জনের প্রধান অস্ত্র ঘুষ।
দুবনা, ২১ মার্চ ২০২১

ধারণা


আজকাল রামু, শাল্লা এসব ঘটনাকে আমার আর সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের আক্রমণ বলে মনে হয় না, মনে হয় বাঙালি জাতিসত্ত্বার উপরে পাকিসত্ত্বা বা দ্বিজাতিতত্ত্বের প্রেতাত্মার আক্রমণ।
দুবনা, ২১ মার্চ ২০২১

পরিচয়

 সেদিন এক লোক হাত বাড়িয়ে পরিচয় দিলেন

- স্বাক্ষর!
আমি হাতটা কোন মতে পকেটে ঢুকিয়ে উত্তর দিলাম
-নিরক্ষর।

দুবনা, ২১ মার্চ ২০২১

Saturday, March 20, 2021

বহুরূপী

 

ছাত্র জীবনে শোনা এক জোক
ভভা বাসে উঠে দু'টো টিকেট কেটে দু পকেটে রাখলো। এক বাবুশকা ওকে জিজ্ঞেস করলেন
সিনক তুমি একা অথচ দুটো টিকেট কিনলে! কেন?
যদি একটা হারিয়ে যায় অন্যটা দেখাব।
আর যদি দুটোই হারিয়ে যায়?
সেক্ষেত্রে আমি মান্থলি টিকেট দেখাব।
আমার অনেক ফেসবুক বন্ধুর একাধিক আইডি। এটা ধরা পড়ে জন্মদিনে। তা আপনারাও কি সবাই ভভা নাকি?
দুবনা, ২০ মার্চ ২০২১

ছাতা

ধ্বংস যজ্ঞ শাল্লায়, প্রতিবাদ মিছিল ঢাকায়। এ যেন বেইজিং এ বৃষ্টি নামলে ঢাকায় বসে ছাতা ধরা।

দুবনা, ২০ মার্চ ২০২১

Friday, March 19, 2021

ডাবল স্ট্যান্ডার্ড

ইদানিং আমি বাসায় যে কোন উপলক্ষ্যে অর্কিড কিনি। আগে কিনতাম ক্যাকটাস, এর পরে ভিওলা। গুলিয়া খুশি ফুলে, আমি ছবি তোলার মডেল পেয়ে। গতকাল সুপার মার্কেটে গুলিয়া অর্কিড দেখতে শুরু করল। এক কথায় বাতিল মাল, তবে দাম মাত্র ৫০০ রুবল, অর্থাৎ ৩ থেকে ৪ গুন কম। আমি বললাম এই অচল অর্কিড দিয়ে কী হবে? আমি ওটাকে নতুন টবে লাগাব। দেখো কেমন তরতাজা হয়ে ফুল দেবে। সেটা তো কেনা হলোই, এমনকি রাতের দিকে ও আরো একটি অর্কিড কিনে নিয়ে এল। কিন্তু প্রস্তাবটা আমার দিকে থেকে এলে কৃপণ থেকে শুরু করে কত উপাদেয় উপাধি যে কপালে জুটত?

দুবনা, ২০ মার্চ ২০২১

হোল টাইমার নট নেসেসারিলি অল রাউন্ডার


সমাজে বিভিন্ন ক্ষেত্রে সার্বক্ষণিক কর্মী আছে। আছে বিভিন্ন রাজনৈতিক দলে, আছে ধর্মীয় আখড়ায়। সাধারণত এরা কেউই সামাজিকভাবে প্রয়োজনীয় কোন পণ্য উৎপন্ন করে না। একদল মাটির পৃথিবীতে স্বর্গ সুখের কথা বলে, অন্য দল স্বর্গের ভিসার দালালী করে। দু দল পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে থাকলেও কার্যত তারা একই কাজ করে। এই লোকগুলো যদি উৎপাদনশীল খাঁতে কাজ করে নিজের জীবিকা উপার্জন করে তারপর ইহ বা পর জগতের সমাজ সেবায় নামত তাদের বুলি সেক্ষেত্রে নিঃসন্দেহে ভিন্ন হত।

দুবনা, ১৯ মার্চ ২০২১

Thursday, March 18, 2021

ভয়


আচ্ছা এতো মানুষ কমিউনিস্ট পার্টি করে অথচ দুনিয়া থেকে সমাজতন্ত্র বিলুপ্ত হচ্ছে কেন?
কারণ মানুষ সাম্যবাদে বিশ্বাস করে কিন্তু সাম্যকে ভয় পায়।
সে আবার কী কথা?
ব্যক্তি মানুষ চায় সং সময় নিজেকে হাইলাইট করতে, অন্যের চেয়ে বড় হতে। সবাই সমান হলে তো ব্যক্তি মানুষ সমষ্টির অংশ মাত্র হয়। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার ভয় খুব সাংঘাতিক। আইনের চোখে সবাই সমান অথচ মানুষ আইনকে ভয় পায়। একইভাবে, মৃত্যুর কাছে সবাই সমান, কিন্তু মৃত্যুকে সবাই ভয় পায়। তাই ধরে নিতে পারি, যেখানেই সাম্য, সেখানেই ভয়।

দুবনা, ১৯ মার্চ ২০২১

মুক্তি

রাষ্ট্র পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করা যায় কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা পাকিস্তান চেতনা থেকে মুক্তি পাওয়া কি এতই সহজ?

দুবনা, ১৮ মার্চ ২০২১

সর্বহারা

সংখ্যালঘুদের ওপর আক্রমণের পরেও সবাই নিশ্চুপ। এর মানে হল বাংলাদেশে কোন সর্বহারা নেই। সবারই শেকল ছাড়াও হারানোর মত কিছু না কিছু আছে।

দুবনা, ১৮ মার্চ ২০২১

Wednesday, March 17, 2021

চমক

 


কয়েকদিন থেকেই ভাবছি চুল বিক্রি করব, তবে সময় করে যাওয়া হয়ে ওঠে না। আজ ক্লিনিকে ইঞ্জেকশন নিয়ে সোজা গেলাম সেলুনে। প্রথমেই চমক

-কোন মাপের রেজার নেব, ৩ না ৬ মিলিমিটার?
জিজ্ঞেস করল মেয়েটি।
-৩ মিলিমিটার।
আমি ভাবলাম তিন মিলিমিটার কাটবে যদিও বোঝা দরকার ছিল ৩ মিলিমিটার চুল ছোট করা আর না করা একই কথা।
-মনে হয় খুব বেশি ছোট করে ফেললেন!
-আপনিই তো বললেন।

কী আর করা। বলে যখন ফেলেইছি। কিছুক্ষণ পরে দেখলাম একেবারে খারাপ লাগছে না। এটা অন্তত টাক নয়।
- কান শেভ করব?
আমি একটু হলে চেয়ার থেকে পড়ে গেছিলাম। কৌতূহল হল
- কান শেভ করা যায়?
- যাবে না কেন? অবশ্যই যায়।
- করুন।

কি করল বুঝলাম না, তবে কানের কাছে মনে হয় ভেঙ্গুর বল্লা উড়ছিল আর সুরসুরি দিচ্ছিল।

কান শেভ করে আমার কী লাভ হল জানি না, তবে ওর হল। পঞ্চাশ রুবল এক্সট্রা ইনকাম।

নীতি কথাঃ অফার যতই চমকপ্রদ হোক, সেটা বিনে পয়সায় পাওয়া যায় না।

দুবনা, ১৭ মার্চ ২০২১



ভোটখোর বা ভোটখেকো

 

আজকাল আমরা হরহামেশাই রাজনীতিবিদদের রক্তপিপাসু উপাধী দিয়ে বসি। আসলেই কি তাই? আসলে তো মনে হয় এরা ক্ষমতালোভী। ক্ষমতায় থাকতে, ভোট জিততে এরা স্বদেশে বা বিদেশে রক্তের বন্যা বইয়ে দিতে পারে। সেটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে হোক, ক্রস ফায়ারেই হোক অথবা হরতাল ডেকে বাস পুড়িয়েই হোক। অনেকে আবার মিসাইল ভর্তি রণতরী পাঠিয়ে নিজ দেশ থেকে হাজার মাইল দূরে জনপদের পর জনপদ ধ্বংস করে চোখের পলক না ফেলেই। এখন রক্তের দাম ভোটের চেয়েও কম। তাই রক্তপিপাসু না বলে এদের ভোটখোর বা ভোটখেকো বলাই ব্যাকরণসম্মত।

দুবনা, ১৭ মার্চ ২০২১

সেলাম

স্থান, কাল, পাত্র ভেদে একই ঘটনা বিভিন্ন নামে অভিহিত হতে পারে। ৪৭ এর ভাঙ্গন ৭১ এ সৃষ্টি। আর এ সৃষ্টির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে সেলাম।

দুবনা, ১৭ মার্চ ২০২১ 

একটি বিশেষ ঘোষণা

 

ঘুম ভাঙ্গার আগেই সযত্নে পরিবেশিত মিষ্টিটা খেয়ে নিন এমনকি আপনি বহুমূত্র রোগীও যদি হন। নইলে স্বপ্নভঙ্গের পাশাপাশি মিষ্টি হারানোর কষ্ট আজীবন বইতে হবে।

বিঃদ্রঃ স্বপ্নে অতি ভোজন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।

দুবনা, ১৭ মার্চ ২০২১

ছদ্মবেশ

মৌলকে মোল্লার ছদ্মবেশ পরিয়ে চিন্তা-ভাবনা ও কাজকর্মে মৌলবাদী অনেকেই আজ আধুনিক পোশাক পরে প্রগতিশীল তকমা এটে ঘুরে বেড়াচ্ছে।

দুবনা, ১৬ মার্চ ২০২১ 

Monday, March 15, 2021

পরিষ্কার

ঘুষ খেয়ে, দুর্নীতি আর খুন-জখম করে মানুষের হাত এত নোংরা যে একে পরিষ্কার করা একেবারেই অসম্ভব। আর করোনাই বা মানবে কেন?

দুবনা, ১৫ মার্চ ২০২১ 

Saturday, March 13, 2021

অব্রাজ ২০২১

 বরাবরের মতই এবারও অব্রাজের ছবি প্রদর্শনী শুরু হয়েছে অক্টোবর কালচারাল সেন্টারে। এভাবেই আমরা প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবসে মেয়েদের অভিনন্দন জানাই। আমার এবারের ছবিরা  



Двое в серебре
Two in silver


Старые деревья
Old trees



За чашкой чая
Over a cup of tea



Осениий лес у Храма
Autumn forest near the temple



Синое счастье
Blue happiness



Возвращение домой
Home coming



Радужный мост над рекой
Rainbow bridge over the Volga



Привет из Лета
Summer greetings



Вид Дубнинского моста на рассвете
View of Dubna bridge at the dawn

পোড়ানো

সমাজে মনে হয় কুসংস্কারের সংস্কার হচ্ছে। মানুষ মহা আনন্দে হারমনিয়াম ডগি তবলা পোড়াচ্ছে। সে আসলে নিজের ভবিষ্যৎ পোড়াচ্ছে।

দুবনা, ১৩ মার্চ ২০২১

Friday, March 12, 2021

বাম্পার ফলন

আমাদের দেশগুলোর মূল সমস্যা হল রাজনীতির মাঠে অসৎ রাজনীতিবাজদের বাম্পার ফলন। যেখানে আগাছার পৌষ মাস সেখানে সৎ লোকের সর্বনাশ।

দুবনা, ১২ মার্চ ২০২১ 

ভুল

আজকাল অনেক অপ্রয়োজনীয় বিষয় ভুলে যেতেও ভুলে যাচ্ছি। এটাও কি পোস্ট-করোনা সিন্ড্রম? 

দুবনা, ১২ মার্চ ২০২১

Thursday, March 11, 2021

চুক্তি

শরীর আর মন ভালো রাখার সবচেয়ে ফলপ্রসূ উপায় দুজনার এক অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করা, মানে কেউ কারও ব্যাপারে নাক না গলানো।

দুবনা, ১১ মার্চ ২০২১ 

Wednesday, March 10, 2021

স্ট্যাটাস

ফেসবুকে স্ট্যাটাসকে অনেকেই খৃষ্টানদের কনফেশন বা স্বীকারোক্তি বলে ভাবে। ফলে অনেক নিরীহ কৌতুকও বিশাল সব তদন্তের জন্ম দেয়।

দুবনা, ১০ মার্চ ২০২১ 

স্বভাব

নাক গলানো, চোখ লাগানো মানুষের স্বভাব
হস্তক্ষেপ যত্রতত্র পদক্ষেপের অভাব

দুবনা, ১০ মার্চ ২০২১ 

Monday, March 8, 2021

গণতন্ত্র


এমনকি সংখ্যাগরিষ্ঠ মানুষও যদি ভোট দিয়ে কারো খাদ্য, পোষাক, মুখের ভাষা ইত্যাদি ব্যক্তিগত পছন্দ অপছন্দ নির্ধারণ করে সেটাকে গণতান্ত্রিক বলে মেনে নেয়া গণতন্ত্রের অবমাননা।
দুবনা, ০৯ মার্চ ২০২১

নির্বাচন

আজকাল দেশে দেশে কত রকমের নির্বাচন হয়। সমস্যা একটাই - বেছে নেওয়ার মত প্রার্থী বা দলের অনুপস্থিতি। সব শেয়ার বাজারের মত। শুধুই কাগজে কলমে।

দুবনা, ০৮ মার্চ ২০২১

নারী দিবস

মেয়েরা সব ধরনের শৃঙ্খল থেকে মুক্তি পাক। তাদের একমাত্র বন্ধন হোক ভালবাসার স্বপ্ন জাল।

দুবনা, ০৮ মার্চ ২০২১

Sunday, March 7, 2021

হিপোক্র্যাসি

যারা উঠতে বসতে পান থেকে চুন খসায় তারাই অন্য কারো পান থেকে চুন খসলে সব চেয়ে বেশি তুলকালাম কাণ্ড ঘটায়। হিপ্পোপটাম আর কাকে বলে?

দুবনা, ০৭ মার্চ ২০২১

জন্মমৃত্যু

যা দিনকাল পড়েছে তাতে মরাটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক তা সে দৃশ্যমান চার দেয়ালের মধ্যেই হোক আর অদৃশ্য কারাগারেই হোক।

দুবনা, ০৭ মার্চ ২০২১

ইতিহাস

আমাদের ইতিহাস আজকাল বিভিন্ন অনলাইন সার্ভিসে তথ্য পেতে নিজের লোকেশনের এক্সেস পারমিশনের আপ্রুভ/ডিনাই এই দুই অপশনের উপর নির্ভরশীল।

দুবনা, ০৭ মার্চ ২০২১

মুক্তি

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা মুক্তি পেয়েছে কিন্তু মুক্তি এখনও স্বাধীন হয়নি। মুক্তির সংগ্রাম চলবেই।

দুবনা, ০৭ মার্চ ২০২১ 

Saturday, March 6, 2021

বিশ্বাসে অবিশ্বাস?


আজ ৬ মার্চ, সিপিবির প্রতিষ্ঠা বার্ষিকী। এক সময়ে দিনটি খুব আবেগ দিয়ে স্মরণ করতাম। ছাত্র জীবনে পালন না করলেও ২০১০ এর পরে এ উপলক্ষ্যে বন্ধুদের ফোন করতাম, নিজেদের আবেগ শেয়ার করতাম। এখন কেন যেন আগের সেই আবেগ অনুভব করি না। কে জানে এটা আমার বিপ্লবের প্রতি অবিশ্বাস নাকি পার্টির প্রতি আগে যে আস্থা বা বিশ্বাস ছিল- সেখানে ফাটল!

দুবনা, ০৬ মার্চ ২০১০

বিশেষণ

কিছু কিছু মানুষের জীবনের ৭৫% সময় চলে যায় বিশেষণ বলে বা বিশেষণ শুনে। অনেক সময় মনে হয় এটাই এদের জীবিকা।

দুবনা, ০৬ মার্চ ২০২১

Friday, March 5, 2021

তান্ত্রিক ক্ষমতা


আমাদের দেশের মানুষ মুখে গণতন্ত্রী হলেও অন্তরে রাজতন্ত্রে বিশ্বাসী। তাই তো ক্ষমতার মসনদে বসলে তারা নিজেদের মধ্যে অশোক, আকবর, আলিবর্দীর প্রেতাত্মা দেখতে পান। ক্ষমতার চশমা পরে তাদের চোখে রাষ্ট্র ও দল, দেশ ও পৈতৃক ভিটা সব একাকার হয়ে যায়। এই সমীকরণে জনগণ হচ্ছে কামানের খাদ্য। দুবনা, ০৬ মার্চ ২০২১

সমস্যা


আমাদের প্রগতিশীল রাজনীতির সমস্যা হল তারা দুর্বল হলেও অতীত ঐতিহ্যের আত্মতুষ্টিতে হাবুডুবু খেতে পছন্দ করে। ফলে শত্রুর দেওয়া লাইফবয় ব্যবহার তাদের সম্মানে লাগে। এটা যে আরও ভয়ঙ্কর শত্রুর হাতকে শক্তিশালী করে একসময় তাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ হতে পারে সে ব্যাপারে তারা কতটুকু সচেতন এটা জানতে ইচ্ছে করে। আমাদের সামনে কিন্তু ইরানের তুদেহ পার্টির উদাহরণ এখনও জ্বলজ্বল করে ভাসছে।

দুবনা, ০৫ মার্চ ২০২১

ব্যক্তিগত

যে ব্যক্তি গত হয়েছেন তাকেই ব্যক্তিগত বলে। গত ব্যক্তির যেমন কোন সমস্যা নেই তেমনি ব্যক্তিগত সমস্যা বলেও কিছুই নেই।

দুবনা, ০৫ মার্চ ২০২১ 

Thursday, March 4, 2021

বসন্ত বন

 


সাধারণত ঘুরতে যাওয়া হয় আমার উদ্যোগে। গুলিয়া যে যায় না তা নয়, তবে ও যায় নিজের সাঙ্গপাঙ্গ (কুকুর) নিয়ে নিজের মত করে, আমি নিজের মত ক্যামেরা কাঁধে ঝুলিয়ে। গতকাল সকালে উঠেই ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল। বাইরে রোদ। আমি তো এক পায়ে দাঁড়িয়ে। সকাল ৯ টায় রেডি হয়ে বসে আছি, বেরুতে বেরুতে এগারটা পেরিয়ে গেছে। আমি নাকি বলেছি দাড়াও। শীতের কান্নায় বন ভিজে গেছে। সেই অশ্রু নদী হয়ে বনের বুক বেয়ে যাচ্ছে ভোলগার দিকে। কৃষ্ণ নদী বরফের চাদর সরিয়ে একটু একটু করে চোখ খুলছে।

দুবনা, ০৪ মার্চ ২০২১ 
 
 
















 

অধিকার না ধিক্কার

 


আমরা যখন মানবাধিকারের কথা বলি, তখন কি সমস্ত মানুষের অধিকারকেই বুঝাই নাকি যাদের সাথে আমার মতের মেলে তাদের? যদিও ফর্মালি অধিকার বলতে কোন আন্তর্জাতিক বা রাষ্ট্রীয় সংস্থার ঘোষণা বুঝতেই পারি, কিন্তু প্রতিটি মানুষের চাওয়া-পাওয়া ভিন্ন। গণতন্ত্র, বিশেষ করে পুঁজিবাদ এই ব্যক্তি মানুষের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। তবে এটাও ঠিক নিজের অধিকার যাতে অন্যের অধিকার খর্ব না করে সেটাও দেখতে হবে। কিন্তু আমরা যারা নিজেরা অধিকারের কথা বলি, বাক-স্বাধীনতার কথা বলি, প্রায়ই বিভিন্ন ভাবে অন্যের অধিকার, বাক-স্বাধীনতা এসব নিয়ে প্রশ্ন তুলি। প্রোপ্যাগান্ডা, ফলস নিউজ ইত্যাদি আখ্যা দিয়ে অপছন্দের মুখগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। ওরাও করে। এভাবে আমরা নিজেরাই কি মানবাধিকার, বাক-স্বাধীনতা এসব আদর্শকে গালভরা বুলিতে পরিণত করছি না? যাদের পরমত সহ্য করার ক্ষমতা নেই তাদের কি এসব আদর্শের বুলি কপচানো আদৌ শোভা পায়? কোন মতের সাথে যদি আমার মত না মেলে, আমি তার বিরোধিতা করব সেটা স্বাভাবিক, যুক্তি দেখাব, আমার মতের উৎকর্ষতা প্রমাণের চেষ্টা করব, কিন্তু সেই মতের বেঁচে থাকার অধিকার নেই তা তো নয়, অন্তত যতক্ষণ না সেই মত দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ সমাজবিরোধী কাজে লিপ্ত হচ্ছে, সমাজের অন্য সদস্যদের প্রতি হুমকি হয়ে না দাঁড়াচ্ছে। দিনের শেষে সেটাই থেকে যায়, যেটা জনগণ গ্রহণ করে। বাজার অর্থনীতির যুগে অন্তত তাই। মানুষ যেটা কেনে সেটাই চলে। যদি আপনার ভালো পণ্য লোকে না কেনে মার্কেটিং পলিসি নিয়ে ভাবুন। অযথা ফসবুকে গ্রামের কলতলার ঝগড়া লাগানো ডিভিডেন্ট আনবে বলে তো মনে হয় না। যুগোপযোগী মার্কেটিং পলিসির অভাবেই মনে হয় আজ আদর্শবাদীরা মার খাচ্ছে বা পরাজিত হচ্ছে। কে জানে?

দুবনা, ০৪ মার্চ ২০২১ 
 

 

Wednesday, March 3, 2021

অপূর্ব

 


আপনি প্রায়ই কোন পোস্ট সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে অপূর্ব শব্দটি ব্যবহার করেন। এগুলি কি সত্যিই অপূর্ব?
গ্রীক দার্শনিক হেরাক্লিট দু হাজার বছর আগেই বলে গেছেন দু বার একই নদীতে প্রবেশ করা যায় না। তার মানে প্রতিটি পোস্টই নতুন, অ-পূর্ব। ভালো লাগুক আর নাই লাগুক মিথ্যে বলা বলা হচ্ছে না, যদিও অনেকেই এটা প্রশংসা ভেবে অযথা খুশি হলে হতেও পারে।

দুবনা, ০৩ মার্চ ২০২১

Tuesday, March 2, 2021

বসন্ত

বসন্ত আজ ডুবে ডুবে জল খায় অঙ্গে অঙ্গে কাঁদা জল সে মাখায়।

দুবনা, ০২ মার্চ ২০২১





Monday, March 1, 2021

সুখাসুখ

সুখী খুব কম মানুষই হয়, তবে তার চেয়েও কম মানুষই অসুখী অবস্থাকে উপভোগ করতে পারে।

দুবনা, ০১ মার্চ ২০২১