Sunday, October 1, 2023

প্রতিনিধি

জল্লাদ শুধু ফাঁসি দেয়, বিচার করে না। যাকে ফাঁসি দিচ্ছে সে রাজা না প্রজা ছিল জল্লাদ সেটাও দেখে না। পুলিশ বা আমলারা সরকারের নির্দেশে বা অনুমোদনে রাষ্ট্রের স্বার্থে কাজ করে। তবে দলীয় স্বার্থে এদের অপব্যবহার করলে একদিন তারাই অন্য দলের হয়ে আপনার প্রতি অবিচার করতে পারে। তাই এদের নির্দলীয় রাখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ এদের রাষ্ট্রের কাছে দায়বদ্ধ রাখা, সরকারী দল নয় সরকারের প্রতি অনুগত রাখা। একই রকম গুরুত্বপূর্ণ সরকার ও সরকারি দলকে এক না করে ফেলা। তা না হলে সরকার নিজেও সব মানুষের প্রতিনিধি না হয়ে শুধুমাত্র একটি দলের প্রতিনিধি হয়ে যায়।

দুবনা, ০১ অক্টোবর ২০২৩

No comments:

Post a Comment