অধিকাংশ সফল মানুষ তার অভিজ্ঞতা বা জ্ঞানকে সাফল্যের একমাত্র চাবিকাঠি মনে করে আর তার পথই যে সাফল্য লাভের একমাত্র উপায় এই অন্ধবিশ্বাস অন্যদের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। সে ভুলে যায় প্রতিটি মানুষই তার মত নিজ নিজ পথে লক্ষ্য পৌঁছে, পৌঁছেছে, তাই সাফল্যের পথ বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন, শুধু তাই নয় একজনের পথ অন্যের জন্য ব্যর্থতাও বয়ে আনতে পারে। তাই অন্যদের নিজের পথে চলতে বাধ্য না করে তার নিজের পথ নিজেকে খুঁজে নিতে সাহায্য করাই সত্যিকারের জ্ঞানীর কাজ। এখানে বড় জোর তাকে নিজের অভিজ্ঞতার কথা বলা যায় যাতে সে এটাকে একটা অপশন হিসেবে ব্যবহার করতে পারে, কিন্তু কোন মতেই একমাত্র সম্ভাব্য পথ হিসেবে নয়।
দুবনা, ০৬ অক্টোবর ২০২৩
No comments:
Post a Comment