Wednesday, October 4, 2023

সুখের অবসাদ

খুব ধনী ও সৌখিন কোন মানুষের বাড়ি বেড়াতে গিয়ে তার সংগ্রহ দেখতে দেখতে এক সময় যেমন ক্লান্তি নেমে আসে রাশিয়ার গোল্ডেন রিংএর অন্যতম সুজদালে ঈশ্বরের হরেক রকমের আবাসস্থল দেখতে দেখতে তেমনি দেহ মন সব অবসন্ন হয়ে পড়ে। তারপরেও অনেকটা যান্ত্রিক ভাবে ক্লান্ত হাত ক্যামরার শাটার টিপতেই থাকে, টিপতেই থাকে।

সুজদাল, ০৪ অক্টোবর ২০২৩

No comments:

Post a Comment