অবস্থাদৃষ্টে মনে হয় পৃথিবীতে যুদ্ধটাই চিরস্থায়ী আর শান্তি ক্ষণস্থায়ী, সাময়িক। পৃথিবীর ভাগ্য বিধাতারা যখন যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে তখন যুদ্ধ বিরতি ঘোষণা করে, ঠিক যেমন হিংস্র প্রাণীরা শিকার শেষে খেয়ে ঘুমুতে গেলে নিরীহ প্রাণীদের জীবনে সাময়িক স্বস্তি ফিরে আসে। তবে হিংস্র প্রাণীরা শুধু নিকট ভবিষ্যতের কথা ভেবে শিকারে নামে আর মানুষ ভাবে পরবর্তী কয়েক প্রজন্মর কথা। তাই ওদের যুদ্ধ যুদ্ধ খেলাটাও প্রায় বিরতিহীন ভাবেই চলে।
দুবনা, ১১ অক্টোবর ২০২৩
No comments:
Post a Comment