Thursday, October 12, 2023

মৃত্যু

কখনও কখনও কাউকে কাউকে বলতে শুনি বয়স তো অনেক হল, এখন বেঁচে থেকে অযথা অন্যদের জন্য বরাদ্দকৃত অক্সিজেন ধ্বংস করে কী লাভ? তার চেয়ে মৃত্যুই শ্রেয়। মৃত্যু দিয়ে ব্যক্তি মানুষের সমস্যার সমাধান হতে পারে, তবে সমষ্টির বা সমাজের সমস্যার সমাধান হয় না। অন্তত সমাজের জন্য ক্ষতিকর নয়, বরং সমাজসেবক কারও মৃত্যু দিয়ে। এমনকি এ ধরণের মানুষ শুধু বেঁচে থেকেও সমাজের কল্যাণ করতে পারে। কারণ ঘুষ দুর্নীতির আশ্রয় না নিয়ে, সৎ পথে এবং ভিন্ন মত পোষণ করেও যে আজকের দিনে বেঁচে থাকা যায় সেটা অন্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে তিনি অনেককে সৎ পথে চলতে উৎসাহিত করতে পারেন। অন্যায়, অবিচার, লোভ, লালসা, হিংস্রতায় ভরা পৃথিবীতে সৎ ভাবে বেঁচে থাকাও এক ধরণের প্রতিবাদ। অনেক রাজপথ কাঁপানো মিটিং মিছিলের চেয়ে অনেক অনেক বড় প্রতিবাদ।

দুবনা, ১২ অক্টোবর ২০২৩

 

No comments:

Post a Comment