অনেক দিন পরে পলিক্লিনিকে গেলাম শরীরের খোঁজ খবর নিতে। ডাক্তার আরও একটা নতুন রোগের লক্ষণ আবিষ্কার করলেন। বিকেলে ক্লাবে এক বন্ধু জিজ্ঞেস করল
- শরীর কেমন?
- শরীর নেই। শুধু অসুখেরা বেঁচে আছে।
- বল কি? ভয় করে না?
- প্রচন্ড। এমনকি মরতেও ভয় করে।
- মানে?
- হ্যাঁ, আমার ধারণা মরে গেলে অসুখেরা আমার বিরুদ্ধে রোগের গণহত্যার মামলা ঠুকে দেবে। তখন নরকেও আমার জায়গা হবে না।
দুবনা, ২৮ অক্টোবর ২০২৩
No comments:
Post a Comment