আমাদের হৃৎপিণ্ড, লিভার, কিডনী, পাকস্থলী, ফুসফুস এরা কেউই জানে না যে খাবারটা তাদের খাইয়েছি সেটা সৎ উপার্জনে কেনা না কি অসৎ পথে ঘুষ, দুর্নীতির টাকায় কেনা। তারা সময় মত সঠিক খাদ্য পেলেই খুশি যদিও বিবেক এসব দেখে প্রায় লজ্জিত হয়। একই ভাবে পশ্চিমা বিশ্বের অধিকাংশ মানুষ জানে না যে তাদের ভালো থাকার অর্থ আসে বহির্বিশ্বের সাধারণ মানুষের কান্না, ঘাম, রক্তের বিনিময়ে। তাদের নীরব সম্মতি নিয়েই সরকার ও বিত্তশালীরা এসব করে আর তাদের সেই উপার্জনের ছিটেফোঁটা ভাগ দিয়ে গণতন্ত্রের মন্ত্র পাঠ করে সেসব কুকর্ম জায়েজ করে। অধিকাংশ মানুষ শুধু নিজেদের চাহিদা মিটলেই খুশি। তবে বিবেকের মতই কিছু কিছু সচেতন ও বিবেকবান মানুষ এসব দেখে ব্যথিত হয়।
মস্কোর পথে, ২৯ অক্টোবর ২০২৩
No comments:
Post a Comment