শিশুর কোন জাত নেই, ধর্ম নেই, দেশ নেই। এই পৃথিবীতে সে নতুন আগন্তুক। তাই ইসরাইলের হোক আর প্যালেস্টাইনের হোক - একটা শিশুকে হত্যা করা মানে মানবতাকে হত্যা করা। আর সেটা যেই করুক সে ঘৃণার পাত্র। যতক্ষণ না বিশ্ব শিশুদের শিশু হিসেবে না দেখে ইসরাইলের বা প্যালেস্টাইনের শিশু হিসেবে দেখবে আর সেই ভিত্তিতে এই পক্ষ বা ঐ পক্ষের শাস্তি দাবি করবে, ততক্ষণ শিশুর রক্ত ঝরতেই থাকবে। শিশু হত্যা বন্ধ হোক।
দুবনা, ১৫ অক্টোবর ২০২৩
No comments:
Post a Comment