Tuesday, October 17, 2023

শিশু ও ঈশ্বর

একটি শিশু যার কোন দেশ নেই, জাতি নেই, ধর্ম নেই
বা থাকলেও এসব সে জানে না, এসব নিয়ে তার মাথা ব্যথা নেই
মারা গেল গুলিবিদ্ধ হয়ে।
একটি গুলি যার নিজেরও কোন দেশ নেই, জাতি নেই, ধর্ম নেই
নিজের অনিচ্ছায় কেঁড়ে নিল এক তাজা প্রাণ।
একটা শিশু আর একটা গুলি - দুজনেই নিষ্পাপ।

তোমরা যারা ঈশ্বরে বিশ্বাস কর তাদের কী মনে হয়?
সেই শিশু গিয়ে জানতে চাইল ঈশ্বরের কাছে
কী অপরাধে তার জীবনের শুরুটাই শেষ হয়ে গেল।
ঈশ্বর নীরব। কি বলবেন তিনি?
কিন্তু শিশু নাছোড়বান্দা। বলল
তুমি যাদের বশ করেছ তাদের কাছে তুমি দায়বদ্ধ।
এই যে বড়রা ধর্মের নামে, তোমার নামে নিষ্পাপ আমাকে মারল
তাতে কি তোমার এতটুকু দায় নেই?
কিন্তু কী বলবেন ঈশ্বর? কী বলার আছে?
তিনি নিজেই আজ ভক্তদের কাছে জিম্মি,
বন্দী তিনি নিজ গৃহে।
একজন মানুষ - সে শুধুই মানুষ।
সে হিন্দু নয়, সে মুসলমান নয়, সে বৌদ্ধ নয়,
সে খ্রিষ্টান, ইহুদি কিংবা অন্য কিছু নয়।
সে অতি সামান্য এক মানুষ ।
ঈশ্বরের নামে, ধর্মের নামে মানুষ হত্য বন্ধ হোক।
তাতে তোমাদের ঈশ্বর লজ্জা পান,
তিনি অসহায়ের মত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন সদ্য মৃত
শিশুটির সামনে। 

দুবনা, ১৭ অক্টোবর ২০২৩ 

No comments:

Post a Comment