নদীর যত্ন না নিলে নদী শুকিয়ে যাবে, তৃষ্ণায় বুক ফেটে মরে যাবে। সোনার বাংলা হবে মরুভূমি। সেখানে না চলবে নৌকা, না বাইবে কৃষক লাঙল, না গজাবে ধানের শীষ। তারপরেও এসব প্রতীকের ধারক ও বাহকেরা নদীর যত্ন নেবে না। শুধু কেউ কেউ যারা পরিবেশ নিয়ে কথা বলবে তাদের ডোবায় চুবাবে। অবশ্য, আজকাল খালবিলের যে হাল তাতে চুবানো ছাড়া আর কীই বা করার আছে?
দুবনা, ২৭ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment