ধর্ম পালন বা বিশ্বাস না করলেও অধিকাংশ মানুষ ধর্মকে খুব ভালো ভাবেই ব্যবহার করে। আর ধর্মকে খুব ভালোভাবে ব্যবহার করে তারাই যারা এসব তেমন একটা মানে না। যেমন ধরুন যারা ধর্ম পালন করে তারা মৃত্যুর পরে স্বর্গ যাওয়ার জন্য উদগ্রীব। অর্থাৎ সমস্ত পুরস্কার তারা পেতে চায় মৃত্যুর পরে। এই যে আমরা লাইফ ইনস্যুরেন্স করি সেটাও তো মৃত্যুর পরেই টাকা পেতে, গাড়ি ইনস্যুরেন্স করি গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনায় পড়লে সেটার ভর্তুকি পেতে, বাড়ির ইনস্যুরেন্স করে টাকা পাই বাড়ি পুড়লে বা অন্য কোন ভাবে নষ্ট হলে, বিবাহ চুক্তি করি বিবাহবিচ্ছেদের পরে ঝামেলা এড়াতে। এসব কি সেই স্বর্গ পাওয়ার অনুকরণেই হয় না? তাই তো বলি ধর্মীয় অনুশাসন থেকে যতই মুক্তি চান না কেন সেটা বিভিন্ন ভাবে আপনার গায়ে লেপ্টে থাকবেই।
দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment