এক বন্ধু তার স্কুল জীবনের গল্প বলতে গিয়ে লিখল অংক ক্লাসে প্রায়ই কারও উত্তর কারও সাথে মিলত না, তাই মাষ্টার মশাই সবাইকে পাইকারি পিটুনি দিতেন। আমার মনে হয় এটা ছিল সবচেয়ে গণতান্ত্রিক অংক ক্লাস। অংক, পদার্থবিদ্যা - এসব জায়গায় দ্বিমতের সুযোগ কম, গণতান্ত্রিক কেন্দ্রিকতার উর্বর ভূমি। আচ্ছা কেমন হত যদি একই অংকের উত্তর একেক জনের একেক রকম হত?
দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment