ছোটবেলায় স্কুলে নতুন কোন কিছু শিখলেই বাড়ি ফিরে সেটা বলার চেষ্টা করতাম। ১৯৮৩ সালে যখন সোভিয়েত ইউনিয়নে আসি বয়স তখন ১৯ ছুঁই ছুঁই। নতুন দেশ, নতুন ভাষা। নতুন শব্দ শিখি আর বাচ্চাদের মত যখন তখন সেটা ব্যবহারের চেষ্টা করি। বর্তমানে দেশে ইসলামের আরবিকরণ চলছে। আগে যা ফার্সি ভাষায় বলত এখন তা আরবি ভাষায় বলছে। অনেক সময় মনে হয় অনেকেই আমার মত নতুন ভাষা বা নতুন শব্দ শেখার আনন্দেই বলছে বা লিখছে।
দুবনা, ২০ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment