অনেকেই লিখছেন গতকাল থেকে জলবন্দী। জল সরছে না। কিন্তু জল যদি নিজেই বন্দী হয় তাহলে বেচারা সরবেই বা কেমনে, যাবেই বা কোথায়? তবে ভেঙে পড়ার কিছু নেই। এটা উন্নয়নের বাই প্রডাক্ট। যদি এর মধ্যেই পালাতে না পারে বেশ কিছুদিন বৃষ্টি না হলে এসব ভুঁইফোঁড় জলাশয় শুকিয়ে মরে যাবে। একটু ধৈর্য ধরলেই মুক্তি মিলবে।
দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment