পাকিস্তান সম্পর্কে আমরা প্রায়ই বলি যে সে দেশ চালায় সেনাবাহিনী। মাঝে মধ্যে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়ায় সে দেশের সেনাবাহিনীই। আজকাল আমেরিকার অবস্থা দেখে আমার মনে প্রশ্ন জাগে কারা আসলে সে দেশ চালায়। সিএইএ, পেন্টাগন নাকি অস্ত্র ব্যবসায়ীরা? বাহ্যিক ভাবে গণতন্ত্রের টুপি, দাড়ি, টিকি, চন্দন যতই থাকুক দেশে দেশে এদের সামরিক ঘাঁটি, সামরিক বাজেট ইত্যাদি দেখে মনে হয় এরা পাকিস্তানের মতই, তবে একটু উচ্চ পর্যায়ের - একেবারে জাত ব্রাহ্মণ। আমাদের ছোটবেলায় শুধু কেনেডি পরিবারের কথা শুনতাম, এখন সেই সাথে যোগ হয়েছে বুশ, ক্লিনটন, বাইডেন, অবামা - পরিবার তন্ত্রের বাম্পার ফলন উপমহাদেশ ছাড়িয়ে এখন আমেরিকা, কানাডায় ছড়িয়ে পড়েছে।
দুবনা, ৩১ আগস্ট ২০২৩
Thursday, August 31, 2023
Wednesday, August 30, 2023
ভাষা
আমাদের দেশে ডান বাম সবাই প্রতিপক্ষকে, বিশেষ করে সরকারি দলকে ফ্যাসিস্ট বলে গালি দেয়। সোভিয়েত ইউনিয়নে না এলে আর ফ্যাসিবাদ সম্পর্কে না জানলে হয়তো সেটাকে হজম করে নিতাম। কিন্তু এখন এসব কথা শুনলে বিশেষ করে বাম ঘরানার রাজনীতিবিদদের তাত্ত্বিক পড়াশুনার মান দেখে খারাপ লাগে। একই ভাবে আমেরিকায় ঢালাও ভাবে সবাইকে বাম বা কমিউনিস্ট বলে গালি দেয়া হয়। আশির দশকের শেষ বা নব্বুইয়ের দশকের শুরুতে রাশিয়ায় ডেমোক্র্যাট ছিল সম্মানিত শব্দ যা এখন আসল অর্থ হারিয়ে প্রায় গালিতে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট, কমিউনিস্ট, বাম এসবও বোধ হয় সে পথেই এগুচ্ছে।
দুবনা, ৩০ আগস্ট ২০২৩
দুবনা, ৩০ আগস্ট ২০২৩
মৌলবাদ
দেশে বা বিদেশে বসবাসরত বাংলাদেশের প্রচুর মানুষ রাজাকার ও ফ্যাসিস্টদের সমান ভাবে ঘৃণা করে। যখন রাজাকার বা তাদের উত্তরসূরীরা বাংলাদেশে মন্ত্রী হয় এরা তখন গেল গেল বলে রব তোলে। কিন্তু ফ্যাসিস্টদের উত্তরসূরীরা যখন পশ্চিমা বিশ্বের কোন দেশের মন্ত্রী হয় এটাকে তারা গণতন্ত্রের মাহাত্ম্য বলে বুক চাপরায়। যা কিছু পশ্চিমা তাই ভালো এই অন্ধবিশ্বাস এসব লোকের মধ্যে ভিন্ন ধরণের মৌলবাদের জন্ম দিয়েছে যেটা ধর্মীয় মৌলবাদের মতই ক্ষতিকর।
দুবনা, ৩০ আগস্ট ২০২৩
Monday, August 28, 2023
হেলিকপ্টার
কয়েক দিন আগে "মানুষ এখন হেলিকপ্টারে করে গ্রামে যায়" শুনে থমকে গেছিলাম। সম্বিৎ ফিরলে বুঝতে পারি যে কথাটা মোটেই মিথ্যে নয়। আমাদের দেশের লাখ লাখ মানুষ আজ বিদেশে কাজ করে। তাদের বেশির ভাগই গ্রাম থেকে। বিদেশে তারা অড জব করে, দেশে নিয়মিত টাকা পাঠায় আর প্লেনে করেই বাড়ি ফেরে। বিদেশ থেকে ঢাকা পর্যন্ত পথটা এতটাই লম্বা যে ঢাকা থেকে গ্রামের দূরত্ব অবহেলা করলে সেটা গাণিতিক বিবেচনায় ভুল হয় না। আর এভাবেই অনেক আপাত মিথ্যাও সত্য বলে প্রচার করাই যায়।
দুবনা, ২৯ আগস্ট ২০২৩
সময়
সেই সময়ের রাজনৈতিক ভাবে পরাক্রমশালী দেশ যেমন ইংল্যান্ড ও ফ্রান্সের নীরব সমর্থনে হিটলার সমস্ত ইউরোপ দখল করে এবং এসব দেশের সমস্ত শক্তি সম্মিলিত করে ভিন্ন আদর্শবাহী সোভিয়েত ইউনিয়নের উপর ঝাঁপিয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকাও বিশ্বের বিশেষ করে তথাকথিত উন্নত বিশ্বের প্রায় সমস্ত দেশের শাসক শ্রেণীকে নিজের দখলে আনে এবং সেই একই পদ্ধতিতে প্রতিপক্ষ রাশিয়া ও চীনের বিরুদ্ধে জিহাদে নামে গণতন্ত্র ও মানবাধিকারের মন্ত্র জপ করে। হিটলার যায় আসে কিন্তু পুঁজিবাদের ফ্যাসিবাদী চরিত্র বদলায় না।
দুবনা, ২৮ আগস্ট ২০২৩
Sunday, August 27, 2023
Left or Right
A lotta people in the world think they're Left. At the same time everyone thinks he is Right. In reality most people in the the world are left, left next to nothing, by a few people who are far Right though wrong in principle.
Dubna, 27 August 2023
সুবিধাবাদ
পরিবেশ পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে কোন তত্ত্বের প্রয়োগ হল বুদ্ধিমত্তা, আর পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে তত্ত্বের খোলনলচে পাল্টে ফেলার নাম সুবিধাবাদ।
দুবনা, ২৭ আগস্ট ২০২৩
Saturday, August 26, 2023
সমস্যা
প্রশ্ন থাকুক আর নাই থাকুক আমাদের অধিকাংশ মানুষের উত্তর আছে। যদি উত্তর না থাকে আছে প্রতিবাদ। আমরা অধিকাংশ সময়েই কারও কোন কথা গভীর ভাবে পর্যালোচনা না করে সেটার বিরুদ্ধাচরণ করতে পছন্দ করি। এটা আর যাই হোক বিজ্ঞান মনস্কতা নয়। এটা রোগ, এটা সমস্যা, এটা বিজ্ঞান চর্চার নামে বিজ্ঞান বিরোধিতা।
দুবনা, ২৬ আগস্ট ২০২৩
Wednesday, August 23, 2023
জয়
যদিও ভারত আজ পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রায়ন -৩ পাঠিয়েছে, এটা শুধু ভারতের নয়, মানুষের জয়, সারা বিশ্বের বিজ্ঞানের জয়। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, চীন, জাপান, ভারত - অদূর ভবিষ্যতে আরও অনেকে এই কাফেলায় যোগ দেবে। এই ঐতিহাসিক বিজয়ের জন্য ভারতবাসীকে অভিনন্দন! অভিনন্দন ভারতীয় বন্ধুদের। জয় হোক বিজ্ঞানের, জয় হোক মানুষের!
দুবনা, ২৩ আগস্ট ২০২৩
দুবনা, ২৩ আগস্ট ২০২৩
Friday, August 18, 2023
ভালো মন্দ
সোভিয়েত ইউনিয়নে ভোগ্য পণ্যের দোকানে চয়েজ বলতে গেলে তেমন কিছু ছিল না, প্রায়ই মন্দের ভালো বেছে নিতে হত। রাজনীতিতে বাছার ব্যাপার ছিল না বললেই চলে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এ দেশ রঙ বেরঙের পণ্যে ভরে যায়। কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয় রাজনীতিতে। ১৯৯৬ সালে প্রথম শুনি দুই মন্দের মধ্য থেকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর প্রার্থী বেছে নেয়া। দেশের ভাষায় মনে হয় আপদ আর বিপদের মধ্যে থেকে একটা বেছে নেয়া যদি না অন্য কিছু থাকে। এখন সেটা দেখি সারা বিশ্বে। প্রায় সব দেশেই রাজীতিতে মানুষ মন্দের ভালো বেছে নেয়। দেশে দেশে আমার সোভিয়েত ফেরত বন্ধুদের সেটাই করতে দেখি। এটা কি "ওরা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়" এটাকে সত্য প্রমাণিত করতে?
দুবনা, ১৮ আগস্ট ২০২৩
দুবনা, ১৮ আগস্ট ২০২৩
Wednesday, August 16, 2023
লিটমাস
বসন্তের সতেরোটি মূহূর্ত সিনেমায় রুশ গুপ্তচর কেট ধরা পড়ে যায় সন্তান প্রসবের সময় "মামা" মানে "মা" বলে চিৎকার করে। বলা হয়ে থাকে এসব মূহুর্তে মানুষ তার মাতৃভাষায় কথা বলে। সাঈদীর মৃত্যু একই ভাবে একাত্তরে চেতনার আড়ালে লুকিয়ে থাকা অনেক পাকিস্তানী চেতনার মুখোশ খুলে দিয়ে গেছে। সারাজীবন একাত্তরের চেতনার বিরুদ্ধে জিহাদ করে সাঈদী মৃত্যুর পরে কিছুটা হলেও সেই পাপ কিছুটা লাঘব করল সরকারি দলে ঘাপটি মেরে থাকা সাগরেদদের মুখোশ খুলে দিয়ে।
দুবনা, ১৭ আগস্ট ২০২৩
দুবনা, ১৭ আগস্ট ২০২৩
মৃত্যু
স্তালিনের একটা বিখ্যাত উক্তি ছিল "লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জনের উপায়কে ন্যায্যতা দেয়"। আমার কিন্তু মনে হয় উদ্দেশ্য যত মহানই হোক না কেন সেটাকে অর্জন করার জন্য যদি আইনের অপব্যবহার করা হয় তবে দিনের শেষে আইন নিজেই কলুষিত হয়। আর যদি রাষ্ট্র বা প্রশাসন আইনের অপব্যবহার করে তবে পরিণামে সমাজ, রাষ্ট্র এসব ধ্বংসের দিকে এগোয় এই অর্থে যে রাষ্ট্র বা সমাজ শুধু মানুষের সমাহার নয়, বিভিন্ন রীতিনীতি ও আইন দ্বারা এর চরিত্র নির্ধারিত হয়, এই রীতিনীতি হারানোর মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজ তার চরিত্র হারায়। দৈহিক মৃত্যুই একমাত্র মৃত্যু নয় চারিত্রিক অধঃপতনও এক ধরণের মৃত্যু।
দুবনা, ১৬ আগস্ট ২০২৩
Monday, August 14, 2023
প্রশ্ন
পাকিস্তান দিবসে সাইদী আউট। কে বেশি ভাগ্যবান - পাকিস্তান না সাঈদী? বিগ কোশ্চেন।
দুবনা, ১৪ আগস্ট ২০২৩
Sunday, August 13, 2023
সমতা
সমতা বলতে আমরা সাধারণত মাথাপিছু সম্পদের সমান বা কমবেশি ন্যায্য বন্টন বুঝি, কিন্তু কখনোই কার মাথার ভেতরে কি আছে সেটা আমলে নেই না। মাথার সাথে সাথে যদি তার ভেতরের বস্তু, মানে মেধা, কর্মোদ্যম এসব মাথায় রেখে সম্পদের বন্টন করা হয় তাহলেই সেটা হবে সত্যিকারের সাম্য। কারণ তাহলেই সবার জন্য নূন্যতম অধিকার নিশ্চিত করার পাশাপাশি উদ্যোগী, কর্মঠ ও মেধাবী মানুষের জন্য স্বপ্ন দেখার ও তা বাস্তবায়নের পথ খোলা থাকবে।
দুবনা, ১৩ আগস্ট ২০২৩
Friday, August 11, 2023
সুশাসন
পুঁজিবাদের মূলে আছে শোষণ আর যেখানে শোষণ মহামন্ত্র সেখানে সুশাসন আশা করা যায় না। কারণ সুশাসন শুধু আইনের শাসন নয়, সম্পদের ন্যায্য বন্টন।
দুবনা, ১১ আগস্ট ২০২৩
Wednesday, August 9, 2023
ঘর জামাই
আমাদের দেশে কেউই ঘর জামাই পছন্দ করে না, কিন্তু অধিকাংশ বাবা মা তাদের সন্তান ইউরোপ আমেরিকার ঘর জামাই হয়ে জীবনে প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন দেখেন। এটাও দুই বিপরীত চিন্তার ঐক্য ও দ্বন্দ্ব।
দুবনা, ০৯ আগস্ট ২০২৩
Monday, August 7, 2023
নিরাপত্তা
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হল। এটা মানুষের অনেক দিনের দাবি। এখন এর সাথে সাথে নিরাপত্তা বাতিল না হলেই হয়। কারণ এক সময় নিরাপত্তার কথা বলেই এই আইন প্রনীত হয়েছিল। শুধু ভবিষ্যৎই বলতে পারবে নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ায়।
দুবনা, ০৭ আগস্ট ২০২৩
Sunday, August 6, 2023
রাজা
করাপ্টেড বা দুর্নীতিপরায়ণ মানেই নিয়ন্ত্রণাধীন। এদের সত্য প্রকাশের ভয় দেখিয়ে নিজের স্বার্থ হাসিল করা যায়। এ কারণেই ডীপ স্টেট বা বিভিন্ন সিন্ডিকেট দুর্নীতিপরায়ণ লোকদের ক্ষমতায় বসাতে আদাজল খেয়ে নামে। ক্ষমতাসীন ব্যক্তি দুর্নীতির পাশাপাশি যদি শারীরিক ও মানসিক ভাবে অথর্ব হয় তাহলে তো পোয়াবারো।
দুবনা, ০৬ আগস্ট ২০২৩
Friday, August 4, 2023
বিশ্বাসঘাতক
ডাক্তার কয়েকদিনের জন্য আমার খাবারের উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে (আমেরিকার চর নাকি?)। যদিও দুই চার দিন না খেয়ে থাকলেও মানুষের খুব একটা কিছু হয় না, তারপরেও আমি কি খাব আর কি খাব না এই নিয়ে ভীষণ উদ্বিগ্ন, সবচেয়ে বড় কথা যা খাওয়া নিষেধ তা যেন না খেয়ে ফেলি। গোদের উপর বিষ ফোঁড়ার মত দোকানের সব খাবার এখন দেখতে অসম্ভব সুস্বাদু মনে হচ্ছে। যত সব বিশ্বাসঘাতকের দল।
দুবনা, ০৪ জুলাই ২০২৩
Wednesday, August 2, 2023
ভাষার গতিবিধি
বিভিন্ন ভাষার মত বাংলা ভাষায়ও বিভিন্ন শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন কাজ বলতে আমরা অনেক সময় চাকরি, ব্যবসা - মানে জীবন ধারণের মাধ্যম বোঝাই। কাজকে আবার কর্ম বলা হয় যদিও অনেক ক্ষেত্রে কর্ম মানে কাজের ফল। আবার অনেক সময় কাজকে কার্য বলা হয়, যেমন কার্য কারণ সম্পর্ক। তবে ইদানীং মনে হয় কার্য একটু সংক্ষিপ্ত হয়ে কর্জ রূপ নিয়েছে আর প্রাচুর মানুষ কর্জ করে দিব্যি জীবন ধারণ করছে আর ভাবছে তারা সত্যি সত্যি কাজের কাজ করছে।
দুবনা, ০২ আগস্ট ২০২৩
দুবনা, ০২ আগস্ট ২০২৩
Tuesday, August 1, 2023
সমাজসেবা
অনেক দিন পরে গতকাল কিছু সমাজকল্যাণ মূলক কাজ করলাম।
বলেন কি? সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠেছিল!
না না, সূর্য পূবেই উঠেছিল। আমি একটু আবেগপ্রবণ আর দয়ালু হয়ে পরেছিলাম।
তা কি এমন জনকল্যাণ করলেন শুনি।
সন্ধ্যার পরে হাফ প্যান্ট পরে আর টি শার্ট গায়ে দিয়ে ভোলগার তীরে ঘন্টা খানেক হেঁটে বেড়ালাম।
তাতে কী?
মানে? এর আগে লাখ খানেক মশাকে নৈশ ভোজের নেমন্তন্ন পাঠিয়েছিলাম। এক বিকেলেই জীবনের সব অকাজগুলো কীভাবে মাটিচাপা দিলাম দেখলেন?
দুবনা, ০২ আগস্ট ২০২৩
বলেন কি? সূর্য মনে হয় পশ্চিম দিকে উঠেছিল!
না না, সূর্য পূবেই উঠেছিল। আমি একটু আবেগপ্রবণ আর দয়ালু হয়ে পরেছিলাম।
তা কি এমন জনকল্যাণ করলেন শুনি।
সন্ধ্যার পরে হাফ প্যান্ট পরে আর টি শার্ট গায়ে দিয়ে ভোলগার তীরে ঘন্টা খানেক হেঁটে বেড়ালাম।
তাতে কী?
মানে? এর আগে লাখ খানেক মশাকে নৈশ ভোজের নেমন্তন্ন পাঠিয়েছিলাম। এক বিকেলেই জীবনের সব অকাজগুলো কীভাবে মাটিচাপা দিলাম দেখলেন?
দুবনা, ০২ আগস্ট ২০২৩
আনন্দ
কাজ করে যদি পয়সা নাও পাও অন্তত আনন্দ পেতে সমস্যা কোথায়? কাজের আনন্দ হোক আসল আর পয়সাটা হোক বোনাস!
দুবনা, ০১ আগস্ট ২০২৩
দুবনা, ০১ আগস্ট ২০২৩
Subscribe to:
Posts (Atom)