বিশাল হল। লাল গালিচা। চারিদিকে শত শত অনুরাগী দাঁড়িয়ে। কবি এলেন। তিনি শুধু কবিই নন, ডাকসাইটে লেখক। অনেক নাম। অনেক দাম। তিনি ভাবলেন, খারাপ কী যদি সবার সাথে হাত মিলিয়ে পরিচিত হন। শুরু করলেন একে একে। তিনি ঘুরে ঘুরে সবার সাথে হাত মেলান, সবাই যে যার পরিচয় দেন
লেখক এক্স
কবি ওয়াই
লেখক
লেখক
লেখক
কবি
কবি
...
...
...
লেখক
কবি
...
...
তিনি যখন সবার সাথে হাত মেলানো শেষ করলেন, দেখা গেল বক্তৃতার জন্য সময় একেবারেই নেই। তবুও কিছু বলতেই হয়
প্রিয় সহকর্মীরা, আমি আপনাদের দেখে আজ আপ্লুত। আপনারা সবাই হয় লেখক, নয় তো কবি। আমি যা বলব সে তো আপনারা সবাই জানেন। পাঠক সমাবেশে এসে পাঠকের পরিবর্তে লেখক পেয়ে আমি ধন্য। আমি তাই আজ পাঠকের ভূমিকায় থাকতে চাই। আপনারা বলুন। শুনিয়ে আমাকে ধন্য করুন।
চারিদিকে শোরগোল। সবাই বলতে চাইছে। শোনার কেউ নেই। কবি একসময় আস্তে করে কেটে পড়লেন। জীবনে এমন মাছের বাজারে তিনি কখনও যান নি।
No comments:
Post a Comment