Tuesday, September 29, 2020

ট্রেণ্ড

আমেরিকা থেকে শুরু করে বিশ্বের দেশে দেশে আজ একটাই নিয়ম - জোর যার, মুল্লুক তার। যে আমেরিকা বা ইউরোপ অন্য দেশে শাসক গোষ্ঠীর সমালোচনা করে বল প্রয়োগের কারণে তারা নিজেরাই আবার সেই বল ব্যবহার করে নিজ দেশে। তার মানে একটাই - "আমি যেটা করি সেটা করো না, আমি যেটা বলি সেটা কর। আমি যেটা করি সেটা করলে আমার এক্সক্লুসিভনেস থাকে না, আমিও আর দশ জনের মত হয়ে যাই।" সমস্যা হল মানুষ এদের দেখেই শেখে। দেশ যদি জোর যার মুল্লুক তার নীতিতে বিশ্বাসী হয়, দেশের মানুষও তাই করে। ফলে প্রকাশ্য দিবালোকে খুন, ধর্ষণ - এগুলো বলতে গেলে প্রচলিত নীতির প্রতিফলন, কথায় না হলেও কাজে সরকারের অনুমোদন প্রাপ্ত। আর এ সবের একটাই কারণ - অপরাজনীতির অবাধ বিচরণ - রাজনীতির বানিজ্যিকিকরন। এটা আজ কোন এক দেশের সমস্যা নয়, সারা বিশ্বের সমস্যা। যে দেশগুলো নিজেদের ক্ষেত্রে লিবারেল তারাই কেউ ট্রেণ্ডের বাইরে গেলে তার প্রতি মহাখাপ্পা। ট্রেণ্ড - এটাই আসল। এই শেকল ভাংতে না পারলে অবস্থার পরিবর্তন হবে বলে মনে হয় না।

দুবনা, ২৯ সেপ্টেম্বর ২০২০
 

 

No comments:

Post a Comment