Thursday, September 17, 2020

সাম্যের নিত্যতা

দেশে মনে হয় অচিরেই আংশিক কম্যুনিজম আসবে।
বলেন কী?
যা দেখি তাই বলি।
মানে?
কম্যুনিজমের মূল কথা উৎপাদন আর বণ্টনে। সাধ্য মত কাজ কর, প্রয়োজন মত নাও।
এরসাথে আমাদের দেশের সম্পর্ক কী?
দেখুন আমাদের আমলারা সাধ্যমত কাজ করে (যদি কিছু না করে, ধরে নেবেন, সেটা তাদের সাধ্যের বাইরে)। তারা এখনও দেশের সম্পদ নিতে একটু ইতস্তত করে, মাটি কাটা, খিচুড়ি রান্না - এসব অজুহাত খুঁজে। দেখবেন, কিছুদিনের মধ্যে তারা সেটাও খুঁজবে না। যত কোটি টাকা দরকার সেটা প্রয়োজন মত নিয়ে নেবে। ফর্মুলায় মিলে গেল। সাধ্যমত কাজ কর, প্রয়োজন মত গ্রহণ কর।
কিন্তু?
কিন্তু কী? এজন্যেই তো আংশিক কম্যুনিজম। সাধারণ মানুষের কথা ভাবছেন? তারাও খুব দূরে থাকবে না। তারা সাধ্যাতিরিক্ত কাজ করবে আর আমলাদের নেওয়ার পরে কিছুই যেহেতু থাকবে না, তারা সবাই না পাওয়ার বা বঞ্চনার ভাগটা সমান ভাবেই নেবে। এভাবে করা না করার আর নেওয়া না নেওয়ার নিত্যতার সূত্রটাও প্রতিষ্ঠিত হবে।

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০২০ 
 

 

No comments:

Post a Comment