Saturday, September 26, 2020

ব্যর্থতার রকমফের

একটা ঘর, তাতে কিছু চেয়ার টেবিল, আর কিছু লোকজন থাকলেই যেমন সেটা স্কুল হয় না, একটা সরকার, ভোট, কিছু জনতা থাকলেই সেটা দেশ হয় না। একটা ভূখণ্ডকে রাষ্ট্র হতে হলে তাতে কিছু আইন কানুন থাকতে হয়, দল মত নির্বিশেষে সবার উপর সেই আইনের সমান প্রয়োগ থাকতে হয়। কোন নীলা রায় প্রকাশ্য দিবালোকে খুন হলে, পাহাড়ে কোন চাকমা মেয়ে ধর্ষিতা হলে তাতে শুধু এই পরিবারগুলোই দুঃখের সাগরে ভাসে না, দেশটাও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যায়। রাষ্ট্র যখন ব্যর্থ হয় তখন মন্ত্রীত্ব বলুন আর সুশীলত্ব বলুন, উন্নয়ন বলুন আর রাষ্ট্রীয় কোষাগারে পজিটিভ ব্যালেন্স বলুন, এ সবই বহু ব্যবহৃত টিস্যু পেপার বই আর কিছু নয়।

মস্কো, ২৫ সেপ্টেম্বর ২০২০

No comments:

Post a Comment