Wednesday, September 2, 2020

মরা হাতী

সারাদিন দেখছি হিন্দু বিধবাদের স্বামীর সম্পত্তিতে অধিকারের ব্যাপারে সুপ্রীম কোর্টের রায় নিয়ে সবাই লিখছি। এটা নারীপুরুষের সমান অধিকারের ক্ষেত্রে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রায়। কিন্তু একই সাথে এটা ভাবার সুযোগও আছে যে জীবিত স্বামীর চেয়ে মৃত স্বামীই এখন স্ত্রীর কাছে বেশি মুল্যবান। জীবিত বা মৃত - স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার থাকাটাই স্বাভাবিক। অথবা বর্তমান বাস্তবতায় যেখানে স্বামী স্ত্রী দুজনেই কাজ করে সেখানে পরস্পরের সম্পত্তিতে পরস্পরের অধিকারের কথাও ভাবা যেতে পারে। তাছাড়া ছেলেমেয়ে সবাই যেহেতু বাবা মার সন্তান তাদের সবারই উত্তরাধিকার থাকাটাই যুক্তিযুক্ত। অন্যথায় ধরেই নেওয়া হয় যে মেয়ে মাত্রই বিয়ে বসতে হবে। বিয়ে না বসলে স্বামী মিলবে না, স্বামী মরবে না আর স্বামী না মরলে মেয়ে বিধবা হবে না, সুতরাং সে সম্পত্তির মালিক হবে না। এ আবার কেমন পুঁজিবাদ? যত্সতব

দুবনা, ০৩ সেপ্টেম্বর ২০২০

No comments:

Post a Comment