যেকোনো শৃঙ্খলাই স্বাধীনতাকে খর্ব করে। তারপরেও মহাবিশ্বে সবকিছুই কোন না কোন শৃঙ্খলে বাঁধা। অস্তিত্বের জন্য এর বিকল্প নেই। ধ্বংস নয়, কিভাবে বিবাহ, পরিবার, রাষ্ট্র - এসব প্রতিষ্ঠানগুলো আরও মানবিক করা যায় সেটাই লক্ষ্য হওয়া দরকার। ভালো মানুষ যেমন আছে, তেমনি আছে খারাপ মানুষ, একই ভাবে আছে সুখী সংসার, অপেক্ষাকৃত সুখী দেশ ইত্যাদি। কোন মানুষই সব বিষয়ে সুখী হয় না, পারফেক্ট হয়না। হয়না বলেই আছে পারফেকশনের চেষ্টা, আছে গতিশীল জীবন!
দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০১৮
No comments:
Post a Comment