Saturday, September 8, 2018

বাতাস


মনে মনে হলাম বড়ই হতাশ
অনেক দিন হয়নি খাওয়া বাতাস

বাতাস নাকি ভেজাল দিয়ে ভরা
খাঁটি বায়ুর দামটা নাকি চড়া

ভেজাল বায়ুও সস্তা তেমন নয়
সেটা যদি নদীর হওয়া হয়

ইলশে বাতাস বেশি দামী রুইকাতলা সস্তা
বুড়িগঙ্গার বাতাস ফ্রি ভাই নাও বস্তা বস্তা
বনের বাতাস দামে বেশি বন যদি হয় সুন্দর
একটু খানি সস্তা পাবে সাথে থাকলে বান্দর।
সবচেয়ে বেশি দামী রাজনীতির হাওয়া
তার উপর নির্ভর করে ক্ষমতার আসা যাওয়া।
ওয়াশিংটন, দিল্লী, পিকিং বেশি এদের দাম  
মস্কো, রিয়াদ, লন্ডন  আরও কত নাম  
নির্বাচনের বাজারে বাতাসেই ভোট ওড়ে
নীতি আদর্শ সব অবহেলায় ঝরে পড়ে। 

দুবনা, ০৮ সেপ্টেম্বর ২০১৮ 


No comments:

Post a Comment