Thursday, September 13, 2018

আজ শরতে


দিনটা আজ সোনারঙা  শরৎ দিয়ে ভরা
হেথায় হোথায় শুরু হল হলুদ পাতা ঝরা
স্বর্ণকেশী রোদের আলো বৃষ্টি হয়ে ঝরে
রোদ পোহানো মানুষের অলস গায়ে পরে
নীল আকাশে পাশাপাশি মেঘরা সব হাঁটে
চড়ছে যেন ভেড়ার পাল বিশাল সবুজ মাঠে
মাঝে মাঝে দমকা হাওয়া শীতের বার্তা আনে
আজকে শুধুই প্রাণের কথা শীতকে কেই বা মানে?

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৮ 



No comments:

Post a Comment