হেথায় হোথায় শুরু হল হলুদ পাতা ঝরা
স্বর্ণকেশী রোদের আলো বৃষ্টি হয়ে ঝরে
রোদ পোহানো মানুষের অলস গায়ে পরে
নীল আকাশে পাশাপাশি মেঘরা সব হাঁটে
চড়ছে যেন ভেড়ার পাল বিশাল সবুজ মাঠে
মাঝে মাঝে দমকা হাওয়া শীতের বার্তা আনে
আজকে শুধুই প্রাণের কথা শীতকে কেই বা মানে?
দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৮
No comments:
Post a Comment