হঠাৎ করেই একটুখানি তুমি
উঁকি দিলে আমার মনের কোনে
যেমন করে প্রতিপদের চাঁদ
উঁকি দিয়ে যায় যে গহীন বনে।
হঠাৎ করেই তোমার ডাগর চোখ
তাকিয়ে দেখে মেঘের আড়াল হতে
চোখের ভাষা বোঝে সাধ্য কার
হাসি কান্না লেগে আছে যাতে।
হঠাৎ করেই চির চেনা মুখ
ভেসে ওঠ নীল আকাশের গায়ে
ডাকি আমি তোমার নাম ধরে
ডাকি তোমায় অতি ভয়ে ভয়ে।
যেমন করে প্রতিপদের চাঁদ
উঁকি দিয়ে যায় যে গহীন বনে।
হঠাৎ করেই তোমার ডাগর চোখ
তাকিয়ে দেখে মেঘের আড়াল হতে
চোখের ভাষা বোঝে সাধ্য কার
হাসি কান্না লেগে আছে যাতে।
হঠাৎ করেই চির চেনা মুখ
ভেসে ওঠ নীল আকাশের গায়ে
ডাকি আমি তোমার নাম ধরে
ডাকি তোমায় অতি ভয়ে ভয়ে।
No comments:
Post a Comment