ছোটবেলায় গল্পে পড়েছি দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি ভাগ করার কথা। এক ভাই নিয়েছে
তালগাছের গোঁড়া, আরেক ভাইকে দিয়েছে মাথা। ইতিহাস নিয়ে উপমহাদেশের বর্তমান রাজনীতি
দেখলে সেটাই মনে হয়। ভারত নিজেকে ভাবে এদেশে প্রাকইসলামিক শাসনের উত্তরাধিকারী আর
পাকিস্তান ও বাংলাদেশ এদেশে ইসলামিক শাসন শুরু হওয়ার পরের সময়ের। ব্রিটিশ শাসন
নিয়ে অবশ্য কারো তেমন বিবাদ নেই। উপমহাদেশে চলমান নিয়ম কানুনের অধিকাংশই ইংরেজদের
সৃষ্টি। হ্যাঁ, বলছিলাম দুই ভাইয়ের কথা। বুদ্ধিমানরা এভাবে ভাগ না করে একত্রে
গাছের যত্ন করে আর রস ও তাল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আমাদের রাজনীতি কি কখনো
পরিপক্ক হবে?
দুবনা, ১৬ সেপ্টেম্বর ২০১৮
No comments:
Post a Comment