Friday, September 7, 2018

কথোপকথন


দাদা, নমস্কার! কেমন আছেন?
আমি তো ভালই থাকি। তোমার খবর কি?
গুরুর কৃপায় চলে যাচ্ছে।
কেন, গুরুর কৃপা ছাড়া চলে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের ঘানি টানছ। তার পরেও গুরুর কৃপা?
না দাদা। গুরুকে ডাকলে একটু মনটা ভালো থাকে। কাজে ভরসা পাই।
হুম।
আপনি গুরুর নাম নেন না, ভয় লাগে না?
শোণ, তোমার গুরুর ভাগ্য ভালো যে তাকে ডাকি না। ডাকলে ঠিক মামলা করে দিতাম।
কেন?
কেন মানে? ডাক্তার বলল জন্ম থেকেই আমার কি কি অর্গান যেন মিসিং। কে এর জন্য দায়ী?  কোন কোম্পানি যদি  এভাবে কোন জিনিস তৈরি করে সেল দিত, কি করত লোকজন? মামলা, বুঝলে মামলা। তাই বলতে পার বড় বাঁচা বেঁচে গেল তোমার গুরু।
দরকার নেই দাদা আপনার গুরুকে ডেকে মামলা করার।
আমিও তাই বলি। কি দরকার একে অন্যকে ডিস্টার্ব করার। ওনার মত উনি থাকুন, আমিও থাকি আমার মত।

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০১৮  



No comments:

Post a Comment