Sunday, September 30, 2018

রিজার্ভ

আপনাকে দেখে মনে হয় আপনি খুব রিজার্ভড
কি যে বলেন! আমি কি পাঁচ তারা হোটেল যে কেউ রিজার্ভ করবে আমি তো কুঁড়ে ঘর যার শুধু শনের চালই আছে, দরজা-জানালা তো দূরের কথা বেড়াটা পর্যন্ত নেই যে যখন খুশি ঢুকতে বা বেরিয়ে যেতে পারে আসলে বেড়া নেই বলে হাজারো রকমের বাতাস, হাজারো রকমের চিন্তা এখানে ঘোরাফেরা করে, তাই কেউ বেশিক্ষণ বসে থাকতে পারে না হয়তো এ কারণেই বাইরে থেকে রিজার্ভড মনে হয় বলতে পারেন আমি অনাবাদী ভুমি যেখানে ইচ্ছে মত সব গজায় তাই কেউ সাহস করে কিছু চাষ করতে চায় না পিছে প্রচেষ্টাটাই মাঠে মারা যায় বা নিজেরাই আগাছা হয়ে যায়


দুবনা, ৩০ সেপ্টেম্বর ২০১৮

 

Friday, September 28, 2018

তাল লয়

এতো তাল খেয়েও
লোকটার তাল হল না
তাল তো কাটলই
এমনকি লয়ও লয় হল 
 
দুবনা, ২৯ সেপ্টেম্বর ২০১৮ 

স্বাধীনতার শৃঙ্খল


যেকোনো শৃঙ্খলাই স্বাধীনতাকে খর্ব করে। তারপরেও মহাবিশ্বে সবকিছুই কোন না কোন শৃঙ্খলে বাঁধা। অস্তিত্বের জন্য এর বিকল্প নেই। ধ্বংস নয়, কিভাবে বিবাহ, পরিবার, রাষ্ট্র - এসব প্রতিষ্ঠানগুলো আরও মানবিক করা যায় সেটাই লক্ষ্য হওয়া দরকার। ভালো মানুষ যেমন আছে, তেমনি আছে খারাপ মানুষ, একই ভাবে আছে সুখী সংসার, অপেক্ষাকৃত সুখী দেশ ইত্যাদি। কোন মানুষই সব বিষয়ে সুখী হয় না, পারফেক্ট হয়না। হয়না বলেই আছে পারফেকশনের চেষ্টা, আছে গতিশীল জীবন!

দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০১৮

ঘাম

পায়ের জন্য মাথা ঘামাতে ঘামাতে পা নিজেই ঘামে নেয়ে উঠলো। এভাবে চললে ঠাণ্ডা লাগার খুব বেশি দেরী নেই।

দুবনা, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Thursday, September 27, 2018

ইতিহাস থেকে শিক্ষা

অবশেষে পায়ের ব্যথা হাড়ে হাড়ে টের পাইয়ে দিল মানুষ কেন পদোন্নতির জন্য এত মরিয়া হয়ে লড়াই করে।

দুবনা, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Wednesday, September 26, 2018

আগুন

দিন দুপুরে শীতের হাতে
শরত হল খুন
দাউ দাউ করে গাছে জ্বলে
হলুদ লাল আগুন

দুবনা, ২৬ সেপ্টেম্বর ২০১৮

সময়

শুরু হল অন্ধকারের ঠাণ্ডা হাতে ধরে বাড়ি ফেরা। ছোট হয়ে আসছে দিনগুলো।

দুবনা, ২৬ সেপ্টেম্বর ২০১৮ 

Tuesday, September 25, 2018

Science and God

Right now I am evaluating a Ph.D. thesis on dark energy. In the acknowledgement she writes

"Foremost, I want to offer this endeavor to our God Almighty for the wisdom he bestowed upon me, the strength, the peace of mind and good health in order to finish this Ph.D. work."

I don't know why, but after this type of statement is scientific paper I find it hard to get going.

Dubna, 25 September 2018 
 
 

ভালমন্দ

যে কোন ভাল আইডিয়ার, তা সে ধর্ম, গনতন্ত্র, সমাজতন্ত্র যাই হোক, খারাপ দিকটা হল এসব আলখেল্লা পড়ে প্রচুর অমানুষ সমাজে শ্রদ্ধাভাজন হয়।

দুবনা, ২৫ সেপ্টেম্বর ২০১৮ 

Monday, September 24, 2018

অনুধাবন

খাদ্যের, বাসস্থানের, শিক্ষার, স্বাস্থ্যের - কোন কিছুরই কষ্ট থাকে না একমাত্র মৃতদের, তা তারা স্বর্গেই যাক আর নরকেই যাক। 

দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০১৮ 

আবহাওয়া

আকাশের পেট খারাপ
মানুষের মন খারাপ
দুই খারাপে চলছে খুনোখুনি
রোদের আশায় আমরা যে দিন গুনি।

দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০১৮ 

আশ্চর্য

লাগামহীন অধঃপতনের পরেও বৃষ্টিরা কিভাবে মানুষ থাকছে সেটাই আশ্চর্যের বিষয়।

মস্কো, ২৪ সেপ্টেম্বর ২০১৮ 

অপেক্ষা চিরন্তন

অপেক্ষা যখন অপেক্ষাকৃত দীর্ঘ হয় তখন অপেক্ষাটাও আপেক্ষিক হয়ে যায়।

মস্কো, ২৪ সেপ্টেম্বর ২০১৮ 

Sunday, September 23, 2018

রাজকন্যা

আকাশ ভেঙ্গে মূষলধারে
নামছে আলোর বন্যা
লাল হলুদে শরৎ সাজে
সুন্দরী রাজকন্যা

মস্কো, ২৪ সেপ্টেম্বর ২০১৮ 

মেঘ

আজকে রোদের মাথায় বারি
মেঘ আসছে তেড়ে
মেঘ তো নয় দৈত্য কালো
কয় না কথা ছেড়ে

মস্কো, ২৩ সেপ্টেম্বর ২০১৮ 

জ্যাম

রোববারের জ্যামে বসে আছি। নিজেকে আপেল আপেল মনে হচ্ছে।

মস্কো, ২৩ সেপ্টেম্বর ২০১৮ 

পথ

পথের খোঁজে রাস্তায় নামলাম। চারিদিকে হরেক রকমের রাস্তার ভীড়ে কখন যে পথ হারালাম সেটাই টের পেলাম না।

মস্কো, ২৩ সেপ্টেম্বর ২০১৮ 

রোদ

মেঘের আড়াল থেকে দেখ
সূর্য যে দেয় উঁকি
বৃষ্টিরা সব পালিয়ে গেছে
কাজ কি নিয়ে ঝুঁকি 
 
দুবনা, ২৩ সেপ্টেম্বর ২০১৮ 

আকাশ

মেঘের আড়ালে আকাশ নিজেকে লুকায়
বৃষ্টির ফোঁটা শীতের পরশ দিয়ে যায় 
 
দুবনা, ২৩ সেপ্টেম্বর ২০১৮ 

Friday, September 21, 2018

ফসল

লন্ডনে হার্ডলাইন মুসলিমরা শরিয়া আইন চাইছে। একদিন ব্রিটিশরা সারা বিশ্বে যে ডিভাইড অ্যান্ড রুলের বীজ পুতেছিল আজ তার ফসল ঘরে ফিরছে।

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০১৮ 

গুড ফর নাথিং

আপনি কি করেন?
গবেষণা করি! একটু একটু লিখি। আবার টুকিটাকি ফটোগ্রাফিও করি!
সব্যসাচী।
না, গুড ফর নাথিং।
 
দুবনা, ২১ সেপ্টেম্বর ২০১৮ 

স্বার্থপর

তুমি কিন্তু বড্ড স্বার্থপর।
একদম বাজে কথা। আমি তো পরের স্বার্থ নিয়ে একেবারেই ভাবি না। তুমিই বল তাহলে আমি স্বার্থপর হব কোন যুক্তিতে।
দুবনা, ২১ সেপ্টেম্বর ২০১৮ 

Thursday, September 20, 2018

আইডিয়া

পরিবর্তনশীল এই পৃথিবীতে যেকোনো আইডিয়া, তা সে আজ যত প্রগতিশীলই হোক, ডগমায় পরিণত হলে  প্রতিক্রিয়াশীল হতে বাধ্য।

দুবনা, ২০ সেপ্টেম্বর ২০১৮

Wednesday, September 19, 2018

মায়া

শক্তির নিত্যতার সুত্রের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। শক্তি, ভর, চার্জ এসব সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু রূপ পরিবর্তন করা যায়। ইদানীং কালে মনে হয় স্বাধীনতার ক্ষেত্রেও কথাটা সত্য। আমরা নিজেরা যত বেশি স্বাধীন হই বা হতে চাই তত বেশি দায়িত্বের জালে জড়িয়ে পড়ি। এই তো স্মার্ট ফোন আমাদের স্বাধীনতা দেয় যখন তখন বন্ধুদের সাথে কথা বলার, ছবি, ভিডিও আর খবরাদি বিনিময় করার। আবার একই সাথে ধীরে ধীরে সে আমাদের জীবনে আলো বাতাসের মত এমনভাবে  জেঁকে বসে যেন স্মার্ট ফোন ছাড়া জীবনটাই বৃথা। নতুন গাড়ি কিনে মানুষ নিজেকে রাস্তার রাজা মনে করে, কিন্তু জ্যামে পড়লে পারলে নিজেই নিজের চুল ছেঁড়ে। বিত্তশালী মানুষ প্রাচীর ঘেরা বাড়ি তৈরি করে অন্যদের উৎপাত থেকে মুক্তির জন্য আর নিজের অজান্তে সে নিজেকেই চার দেয়ালের মধ্যে আটকে ফেলে সেই সোনার খাঁচার পাখীর মত। ঘটনাটা এই যেন আমরা এক ধরণের স্বাধীনতা বিক্রি করে আরেক ধরণের স্বাধীনতা কিনছি। স্বাধীনতা যেন স্বাদহীনতায় পরিণত হচ্ছে। তবে সব কিছুই কি এই নিত্যতার সূত্র মনে চলে? সব কিছুরই কি সীমা আছে? না। মানুষের লোভের কোন সীমা নেই। সীমা নেই মানুষের বিশেষ করে রাজনীতিবিদদের মিথ্যাচারিতার। তবে যে যত বেশি স্বপ্ন দেখায় তার স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা তত বেশি সীমিত। এখানেই তাদের ধাপ্পাটা ধরে ফেলে মানুষ। মায়া, সব মায়া।   

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০১৮          


  
   


Tuesday, September 18, 2018

সাঁতার

অক্টোবর থেকে আমাদের সাতারের সিজন শুরু হচ্ছে। বউকে বললাম
- কিনব নাকি তোমার জন্য সিজনাল টিকেট?
- আমি তো সাঁতার কাটতে জানি না। ডুবে গেলে তুলবে তুমি আমাকে?
- সেটা অসম্ভব!
- মানে?
- কখনো দেখেছ জলে তেল ডুবতে? তোমার শরীরে এতো চর্বি যে ডোবার সম্ভাবনা মোটেই নেই। তবে ওটা আসল কথা নয়।
- আসল কথাটা তাহলে কী শুনি!
- আমার সাথে বিয়ে বসে তুমি এমনিতেই ডুবে আছ। তোমার সামনে এখন শুধু একটাই পথ খোলা - ভেসে ওঠা।

দুবনা, ১৮ সেপ্টেম্বর ২০১৮



Monday, September 17, 2018

সত্য

সত্য জানা কঠিন
আরও কঠিন তাকে মানা
অনেক সময় মনে হয় যেন
সত্য মানতে মানা।

মস্কো, ১৭ সেপ্টেম্বর ২০১৮


Sunday, September 16, 2018

সুখ

নিজেকে ভালবাসুন কিন্তু সহানুভূতি জানিয়েন না। দেখবেন সুখ আপনার পেছনে পেছনে দৌড়চ্ছে।

মস্কো, ১৬ সেপ্টেম্বর ২০১৮

উত্তরাধিকার

ছোটবেলায় গল্পে পড়েছি দুই ভাইয়ের পৈতৃক সম্পত্তি ভাগ করার কথা। এক ভাই নিয়েছে তালগাছের গোঁড়া, আরেক ভাইকে দিয়েছে মাথা। ইতিহাস নিয়ে উপমহাদেশের বর্তমান রাজনীতি দেখলে সেটাই মনে হয়। ভারত নিজেকে ভাবে এদেশে প্রাকইসলামিক শাসনের উত্তরাধিকারী আর পাকিস্তান ও বাংলাদেশ এদেশে ইসলামিক শাসন শুরু হওয়ার পরের সময়ের। ব্রিটিশ শাসন নিয়ে অবশ্য কারো তেমন বিবাদ নেই। উপমহাদেশে চলমান নিয়ম কানুনের অধিকাংশই ইংরেজদের সৃষ্টি। হ্যাঁ, বলছিলাম দুই ভাইয়ের কথা। বুদ্ধিমানরা এভাবে ভাগ না করে একত্রে গাছের যত্ন করে আর রস ও তাল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আমাদের রাজনীতি কি কখনো পরিপক্ক হবে?

দুবনা, ১৬ সেপ্টেম্বর ২০১৮  



Saturday, September 15, 2018

মীরজাফর

সেভা আসছে টের পেয়ে অনেক দিন পরে ভাতটা আবার মীরজাফরী করল। বেঈমান আর কাকে বলে।


দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০১৮

বেগুন

বেগুনের গুন বেড়ে যাবে শত গুনে
রক্ত পলাশ ফাগুনে তারে পোড়ালে রাঙা আগুনে

দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০১৮

জনাব বেগম

জানবো, জানাব জনাব তোমায় একদিন সব কথা
আপাতত তুমি গম বাছ আর খাও বেগমের মাথা

দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Friday, September 14, 2018

কাকু

এক বছর আগে গেছ চলে
চারিদিকে লোকে তো তাই বলে
আমার কিন্তু হয়না এটা মনে
সদাই তোমায় দেখি আমার সনে
কখনো বা গল্প করে কখনো বা হেসে
এখনও পথ চল তুমি আমার পাশে পাশে
লিখতে গিয়ে তোমার কথা আগের মতই ভাবি
কখনো তুমি তাকিয়ে দেখ কখনো তাকায় ছবি!

দুবনা, ১৫ সেপ্টেম্বর ২০১৮
 
 
 

Thursday, September 13, 2018

আজ শরতে


দিনটা আজ সোনারঙা  শরৎ দিয়ে ভরা
হেথায় হোথায় শুরু হল হলুদ পাতা ঝরা
স্বর্ণকেশী রোদের আলো বৃষ্টি হয়ে ঝরে
রোদ পোহানো মানুষের অলস গায়ে পরে
নীল আকাশে পাশাপাশি মেঘরা সব হাঁটে
চড়ছে যেন ভেড়ার পাল বিশাল সবুজ মাঠে
মাঝে মাঝে দমকা হাওয়া শীতের বার্তা আনে
আজকে শুধুই প্রাণের কথা শীতকে কেই বা মানে?

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৮ 



Wednesday, September 12, 2018

সুবুদ্ধি

হাতাহাতি না করে হাঁটাহাঁটি করুন। তাতে মুখ আর শরীর দুটোই রক্ষা পাবে। 

দুবনা, ১২ সেপ্টেম্বর ২০১৮ 

Tuesday, September 11, 2018

কুবুদ্ধি

বুদ্ধিমান মানুষকে বিব্রত করতে চান? বোকার মত প্রশ্ন করুন। দেখবেন, উনি ঠিক আদাজল খেয়ে লেগেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে।

দুবনা, ১১ সেপ্টেম্বর ২০১৮ 

বুদবুদ

বাংলাদেশে প্রগতিশীলতা প্রতিক্রিয়ার বিশাল ক্রিস্টালের ঝাড়বাতির মধ্যে অতি ক্ষুদ্র এক বুদবুদের মত। চোখে পড়ে, তবে কাজে লাগে না। 

দুবনা, ১১ সেপ্টেম্বর ২০১৮ 

Monday, September 10, 2018

৯৯৯ না-বলা কথা

হাজার কথার এক কথা আমি ভালবাসতে ভালবাসি। বাকি ৯৯৯ কথা পরে বলব।

মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৮

পটল কাহিনী

পটল বাবু পটল তুলতে গিয়ে পটল তুলেছেন। প্রশ্ন জাগে কোন পটল পটল তুললেন?

মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৮

রাজনীতি

আবেগের রাজনীতির সাথে আদর্শের রাজনীতির পার্থক্য এই যে আপাত দৃষ্টিতে দলের জন্য লাভজনক মনে না হলেও সে আদর্শের পক্ষেই বলে।

মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৮


Sunday, September 9, 2018

দলবদল

পাশ ফিরে শুলেই যে ঘুম ভাল হবে তেমন কথা নেই, তবুও মানুষ সেটা করে। আর অস্বস্তি লাগলে সে এপাশ ওপাশ করে। বাংলাদেশে মানুষ বারবার সরকারি দল বদলায় এ কারণে নয় যে অন্যদল শান্তিতে থাকতে দেবে। তাদের দল বদলানর কারণ শত উন্নয়নের পরেও তারা মানসিকভাবে শান্তিতে নেই।

মস্কো, ১০ সেপ্টেম্বর ২০১৮



খিল

হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। ভাগ্যিস দরজাটা বাইরে থেকে ভেজান ছিল।

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৮

বেচারা কথা

কথার জন্য সত্যিই মায়া হয়। মানুষ সব সময় কথার পিঠে কথা বলে, চোখে চোখ রেখে বলে না।

মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০১৮

Saturday, September 8, 2018

বাতাস


মনে মনে হলাম বড়ই হতাশ
অনেক দিন হয়নি খাওয়া বাতাস

বাতাস নাকি ভেজাল দিয়ে ভরা
খাঁটি বায়ুর দামটা নাকি চড়া

ভেজাল বায়ুও সস্তা তেমন নয়
সেটা যদি নদীর হওয়া হয়

ইলশে বাতাস বেশি দামী রুইকাতলা সস্তা
বুড়িগঙ্গার বাতাস ফ্রি ভাই নাও বস্তা বস্তা
বনের বাতাস দামে বেশি বন যদি হয় সুন্দর
একটু খানি সস্তা পাবে সাথে থাকলে বান্দর।
সবচেয়ে বেশি দামী রাজনীতির হাওয়া
তার উপর নির্ভর করে ক্ষমতার আসা যাওয়া।
ওয়াশিংটন, দিল্লী, পিকিং বেশি এদের দাম  
মস্কো, রিয়াদ, লন্ডন  আরও কত নাম  
নির্বাচনের বাজারে বাতাসেই ভোট ওড়ে
নীতি আদর্শ সব অবহেলায় ঝরে পড়ে। 

দুবনা, ০৮ সেপ্টেম্বর ২০১৮