Thursday, May 25, 2017

বাংলাদেশ


দেশ জুড়ে আজ দেখি শুধু রাজাকারের ফুর্তি
রোজার আগে সরিয়ে নিলো ন্যায় বিচারের মূর্তি
ধর্ম আর ন্যায়ের পথ সে কবেই গেছে বেঁকে
অন্যায় তাই ধরেছে আজ সমাজটাকে ঝেকে
তাইতো আজ কাঠগড়ায় শ্যামল কান্তি ভক্ত
সাথে আছে তিরিশ লক্ষ শহীদের রক্ত
কাঠগড়ায় আজ একাত্তর, স্বপ্নের শেষ রেশ
বন্দী আজ জাতির বিবেক বন্দী বাংলাদেশ


দুবনা, ২৬ মে ২০১৭ 




Sunday, May 21, 2017

অবনী


অবনী! সে তো কবেই গেছে চলে
ভয়গুলো রেখে গেছে পেছনে ফেলে
সেই ভয় ছায়া হয়ে ঘুরে পায়ে পায়
হাজারো অবনী দেশ ছেড়ে পালায়
অবনীর কান্না আজ বারোমেসে বৃষ্টি
দীর্ঘশ্বাস, হতাশা, শত অনাসৃষ্টি

মস্কো, ২১ মে ২০১৭


Friday, May 19, 2017

প্রশ্ন

সোনার বাংলা গড়ছে নাকি সরকার
এ কোন সোনা প্রশ্ন জাগে আমার
ধর্ষণের এই উপত্যাকায় সোনার বাড়াবাড়ি 
শিকার তার সোনার বাংলা, শিকার তার নারী
মস্কো, ১৯ মে ২০১৭


স্মৃতি


জীবন চলার বাঁকে বাঁকে
শৈশব চুপি চুপি আমায় যে ডাকে
জাম্বুরা, বড়ই অথবা কাঁচা আম
জলপাই, গাব আরো কত নাম
স্মৃতির মিছিলে সব ভিড় করে আসে
নির্বাক, কেউ কাঁদে, কেউ শুধু হাসে
কখনো গুলতি হাতে কখনো পিচকারি
তুতো জাম কচু পাতা ভরা ছিটকারি
পতেঙ্গা, কয়ড়া  বা লেজ কাঁটা বাজ
ডাংগুলি, মার্বেল কোথা গেলো আজ
হাডুডু, গোল্লাছুট অথবা ছোঁ বুড়ি 
দারিয়াবাধা, চারা কিংবা লুকোচুরি
অথবা দল বেঁধে পাঠশালায় যাওয়া
বিশাল চরের পর কালীগঙ্গায় নাওয়া  
কিংবা সর্ষে ক্ষেতে হলুদের ভিড়ে
স্বপ্নে জাগরণে যাই আমি ফিরে
মটরশুঁটি, ধানশীষ, গ্যাণ্ডারী ইক্ষু  
সব দেখে ছানাবড়া হয় চক্ষু
হতভম্ব দাঁড়িয়ে একা ভোল্গার তীরে
হারিয়ে যাই আমি স্মৃতির ভিড়ে।  


দুবনা, ১৯ মে ২০১৭ 


Wednesday, May 17, 2017

ভোল্গা থেকে গঙ্গা

আজ ১৮ মে ২০১৭। ২৩ বছর আগে ১৯৯৪ সালের ১৮ মে আমি দুবনার জয়েন্ট ইন্সটিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ এ রিসার্চ ফেলো হিসেবে যোগ দেই।  


ভোল্গা থেকে গঙ্গা


ভোল্গার বুকে বয় গঙ্গার জল
সেখানে নৌকাগুলো চলে ছলত ছল
কখনো ভোল্গাতীরে গঙ্গার হাওয়া
উজান ভাটিতে করে আসা যাওয়া
দিন শেষে এখানেই সূর্য দেয় ডুব
সারা দিন জ্বলেপুড়ে ক্লান্ত হয়ে খুব
সূর্যের হাত ধরে ভোল্গার তীরে
একা একা হাঁটি আমি অতি ধীরে ধীরে
হাঁটতে হাঁটতে শত স্বপ্নের ভিড়ে
কখন যে চলে আসি গঙ্গার তীরে
গঙ্গা  থেকে ভোল্গায় ফিরে আসি যে আবার  
ভোল্গা গঙ্গা মিলেমিশে হয় একাকার


দুবনা, ১৮ মে ২০১৭


জেলখানার আক্ষেপ



“বাঁচা গেলো” হাফ ছেঁড়ে বলে ফাঁসি কাষ্ঠ

ঝুলবেনা গলায় মোর বেহায়া পাপিষ্ঠ

“হবে নাকো হতে মোরে পাপীর গলার মালা”

উপর থেকে দড়ি বলে উঁচু করে গলা

কাঠ খুশি, দড়ি খুশি, খুশি সাবান

তাদের চোখে বিচারক আজ মেহেরবান

সবার সুখের দিনে জেলখানা বলে

“শেষমেষ এই ছিল আমার কপালে

আমার পেটের ভেতর করবে বসবাস

খুনী, ধর্ষক এই রাজাকার বদমাশ”

দুবনা, ১৭ মে ২০১৭


Monday, May 15, 2017

দাঁড়ি বিভ্রাট

আমি দাঁড়ি গোঁফের উপর গণহত্যা চালাই এক দিন পরপর। শনিবার সারাদিন বাইরে যাওয়া হয়নি বিধায় ওদের উপর রোলার কোস্টার চালান হয়নি। রবিবার বাইরে গেলেও ওদের বিরক্ত করিনি সোমবার একটা প্লেনারী টক ছিল বলে। কিন্তু সোমবার সকালে কদম ফুলের মত গালটা দেখে বড় মায়া হোল। ভাবলাম কত খুনী ধর্ষকদের ফাঁসির আদেশ বাতিল হয়ে যাচ্ছে, আর আমি কিনা এই নিরীহ দাঁড়ি গোঁফের উপর গিলোটিন চালাতে যাচ্ছি। গুলিয়াকে জিজ্ঞেস করলাম
-       কেমন হয়, যদি দাঁড়িটা রেখেই দেই?
-       মাথা খারাপ!
জানি না কার মাথা নিয়ে কথা হোল, তবুও  বললাম
-       দাঁড়ি রাখলে আর মেট্রো বা বাসে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার সাদাকালো দাঁড়ি দেখলে কেউ আর কটাক্ষ করবে না।
কিন্তু এতে চিড়ে ভিজলো বলে মনে হয় না। তাই সেভাকে জিজ্ঞেস করলাম আইডিয়াটা ওর কেমন লাগছে। সেভার তো হাসতে হাসতে পেটে খিল।
-       পাপ, তুমি আয়ানায় নিজেকে দেখেছো?
শেষ চেষ্টা করলাম মনিকার সাথে।
-       পাপা, আমার ছোটবেলায় একবার তুমি দাঁড়ি রেখেছিলে। আমার ওতেই হবে, আর দরকার নেই।
কি আর করা? গণতন্ত্র বলে কথা। তাই দাঁড়ি গোঁফের মৃত্যুদণ্ড স্থগিত রেখে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলাম। আর স্মৃতি হিসেবে দাঁড়ি গোঁফের একটা পোরট্রেট তুলে বিদায় করলাম ওদের মানেমানে।  

তবে ঐ ছবিতে বন্ধুদের কমেন্ট দেখে মনে হয় তারাও আমার মতই দ্বিধান্বিত এই রায় নিয়ে।


দুবনা, ১৫ মে ২০১৭    

  


কেনাবেচা


রাতের বেলায় সূর্য উঠে দিনের বেলায় চাঁদ
ঠগবাজেরা দুনিয়া জুড়ে ফেলেছে বিশাল ফাঁদ
রাজকোষ নয় ছাপাখানা ছাপছে অনর্গল
ডলার পাউণ্ড ইউরো ইয়েন রুপি আর রুবল
ছুটছি মোরা টাকার পিছে
দিন রাত্তির মিছে মিছে
যেন গোল্লাছুট
এই সুযোগে ঠগেরা সব করছে মোদের লুট    
লুটছে ওরা ঘরবাড়ি জমিন আর আসমান
বিদ্যাবুদ্ধি লুটছে ওরা লুটছে মানসম্মান  
আমরা এখন মানুষ থেকে বনে গেছি পন্য
বেশি দামে বিক্রি হয়ে নিজেকে ভাবি ধন্য।


মস্কো, ১৫ মে ২০১৭



Saturday, May 13, 2017

দেশঘাতী


দেশের ৪০৮ জন বিশিষ্টজন বলেছেন "হেফাজতের সাথে সরকারের ঘনিষ্ঠতা আত্মঘাতী।" আত্মঘাতী হবে কেন? এটা তো ১০০% দেশঘাতী। মরবে তো সাধারণ মানুষ আর মুক্তিযুদ্ধের বাংলাদেশ। মীর জাফর সিরাজকে মেরেছিল, মুশ্তাক মুজিবকে। এরা দেখছি পুরো দেশটাকেই কতল করতে যাচ্ছে।
মস্কো, ১৩ মে ২০১৭



Thursday, May 11, 2017

দেশের ছবি



ধর্ষকে ভরে গেছে দেশটা
দেখিনা যে আজ তার শেষটা
পুরুষে ধর্ষে নারী ধনীরা গরীব
পশুরা মানুষ ধর্ষে মালিকে শ্রমিক
টুপির ধর্ষণে টিকি দেশ ছেড়ে যায়
নাস্তিক মুক্তমনা সবাই পালায়
জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি হয় দেশান্তর
পড়ে আছে শুধুই তেঁতুল আর সোনাচোর
ডলার পাউণ্ড আর ভোটের ক্যালকুলেশন  
বাঙ্গালীকে করে ফিউচারলেস ন্যাশন।


দুবনা, ১২ মে ২০১৭   



Tuesday, May 9, 2017

দুই বন্ধু



মৃত্যুর হাত ধরে
জীবন হেঁটে যায় যুদ্ধের প্রান্তরে
চোখে চোখ হাতে হাত পাশাপাশি চলা
চিরচেনা তবু মনে মনে কথা বলা
একই সাথে জন্ম তবু কে জানে কি দোষে
মৃত্যুর নির্বাসন দেবতার রোষে
সেই থেকে শুরু তার পিছু পিছু চলা
জীবনকে নিজের সুখ-দুখ বলা
কিন্তু কথা বলা মানা জীবনের
এ মিলনে জয় শুধু হয় মরনের
তাইতো জীবন চলে মরন এড়িয়ে
মরন পিছু পিছু চলে ছায়া হয়ে  


মস্কো, ০৯ মে ২০১৭ 



Monday, May 8, 2017

রবি দর্শন


আজকে হঠাৎ দেখা হোল রবি বাবুর সাথে
ভর দুপুরে যাচ্ছিলেন আকাশ পথে হেঁটে
সূর্যের সাথে মিলেমিশে ছড়াচ্ছিলেন আলো

আমরা যাতে এই জগতে থাকতে পারি ভালো।

মস্কো, ০৮ মে ২০১৭


Saturday, May 6, 2017

সাগর আর পায়ের গল্প

"ধন্য আমি" অবশেষে কহিল সাগর
তোমার পায়ের স্পর্শে জুড়ালো অন্তর
"সাধু! সাধু!" চারিদিকে উঠে কলরব 
তাই দেখে অন্তর্যামী হলেন নীরব।

মস্কো, ০৬ মে ২০১৭


ভুলের ভূল


ভুল করতে ভূল করোনা
ভূল যদি হয় ভুল
নাক কান তো কাটাই যাবে
থাকবে নাকো চুল।
মস্কো, ০৬ মে ২০১৭



Friday, May 5, 2017

বিশ্বাসের গলায় ফাঁস


রাজনীতি আজ হয়ে গেছে বিনোদনের পণ্য
ডলার পাউণ্ডে বিক্রী হয়ে নেতারা হয় ধন্য
বিপ্লব আজ পাওয়া যায় নানান মোড়কে
গোলাপি, কমলা কিংবা আরব বসন্তে
রূপ বদলে কাস্তে আজ জিহাদের তরবারি
কফিনে পেরেক লাগায় শ্রমিকের হাতুড়ী
মার্ক্স এঙ্গেলস লেনিন চে মাও চায়ের চুমুকে
টক শো আর রাজনীতির দলবাজিতে
টাকা যখন ধ্যান জ্ঞান টাকা ভগবান
আদর্শ তাই দখল করে নিয়েছে শয়তান
চোখ অন্ধ, দম বন্ধ আটকে যাচ্ছে শ্বাস
এটাই আজ বাস্তবতা আলোময় বিশ্বাস


দুবনা, ৫ মে ২০১৭  



Thursday, May 4, 2017

আগাছা


এক সময় বলা হতো বাংলাদেশ মানেই ৬৪ হাজার গ্রাম, মানে গ্রামেই ছিল বাংলাদেশের আসল স্বত্বা নিহিত। হ্যা, সুজলা-সফলা, শস্য-শ্যামলা বাংলা তো আর শহরে ধরে না। তবে ইদানিং দেশে শহরের সংখ্যা বাড়ছে বা কিছু কিছু গ্রাম শহরের গোত্রে নাম লেখাচ্ছে। ফলে কমছে কৃষকের সংখ্যা - আগাছায় ভরে গেছে দেশ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। যদি এখন থেকেই রাজনৈতিক দলগুলো আগাছা বাছতে শুরু না করে, আগামী নির্বাচনে তাতে কি ফসল ফলবে সেটা জানার জন্য ভবিষ্যৎ দ্রষ্টা হতে হয় না। সময় থাকতে তাই গ্রামে ফিরে যান, দেশকে আগাছা মুক্ত করুন।
দুবনা, ০৪ মে ২০১৭


Wednesday, May 3, 2017

কমা বৃত্তান্ত



গাধা আমি গাধামী করি না পছন্দ
গাধাদের দেখে তাই করি গাল মন্দ
গাধায় গাধায় আজ দেশটা যে ভরা
তাই দেখে আমার চোখ ছানাবড়া।

দুবনা, ০৩ মে ২০১৭


প্রসঙ্গ লেখা না-লেখা

বন্ধু চঞ্চল কৈফিয়ত দিচ্ছে জুকেরবারগের দেয়াল লিখে নোংরা করছে বলে। তাই ওকে বলি
শোন চঞ্চল (Chanchal Bhattacharya), বলি কি এত মাথা ঘামাস না, ঠাণ্ডা লেগে যাবে। লিখতে মন চাইলো, লিখে দেই। কেউ পড়লো কি পড়লো না - সেটা তো পড়ুয়া দের সমস্যা। চুকচার কি এসে যায় এতে? জানিস না, চুকচা নি চিতাচেল, চুকচা পিছাচেল - মানে চুকচা পাঠক নয়, চুকচা লেখক। আরও একটা কথা, আমাদের অনেকেরই ছোট বেলা থেকে চিকা মেরে অভ্যেস - এখানে এত বড় দেয়াল - না লেখা শুধু অন্যায়ই নয়, রীতিমত গ্রেখ মানে পাপ।
দুবনা, ০৩ মে ২০১৭


Tuesday, May 2, 2017

পাগল-ছাগল


ছাগলের পাগলামী দেখে
বড়ই আনন্দ পাই
পাগলের ছাগলামী তাই
ভীষণ দেখতে চাই।
দুবনা, ০২ মে ২০১৭