দেশ জুড়ে আজ দেখি শুধু
রাজাকারের ফুর্তি
রোজার আগে সরিয়ে নিলো ন্যায়
বিচারের মূর্তি
ধর্ম আর ন্যায়ের পথ সে
কবেই গেছে বেঁকে
অন্যায় তাই ধরেছে আজ
সমাজটাকে ঝেকে
তাইতো আজ কাঠগড়ায়
শ্যামল কান্তি ভক্ত
সাথে আছে তিরিশ লক্ষ
শহীদের রক্ত
কাঠগড়ায় আজ একাত্তর, স্বপ্নের
শেষ রেশ
বন্দী আজ জাতির বিবেক
বন্দী বাংলাদেশ
দুবনা, ২৬ মে ২০১৭