Friday, August 30, 2024

ছিদ্র অন্বেষণ

আমাদের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা মিথ্যাচার। সরকারি দল হোক আর বিরোধী দল হোক - সবাই জেনেশুনে একে অন্যের বিরুদ্ধে অতিমাত্রায় মিথ্যা বলে আর এই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য সব শক্তি নিয়োগ করে। প্রতিপক্ষকে খারাপ প্রমাণের মধ্য দিয়েই আমরা নিজেকে ভালো দেখাতে চাই অথচ এর চেয়ে অনেক কম শক্তি ব্যয় করে নিজে ভালো হওয়া যায়। আমাদের দেশপ্রেম যতটা না দেশের প্রতি ভালোবাসা তারচেয়ে বেশি বিদেশের প্রতি ঘৃণা। গণিতে বিপরীত প্রমাণ নামে একটা পদ্ধতি আছে। দেশেও মনে হয় আমরা সর্বত্র সেই পদ্ধতি ব্যবহার করি। অন্যকে খারাপ প্রমাণ করে নিজেকে ভালো দেখাতে চাই। কিন্তু অন্য কেউ খারাপ হলেই যে আমি অটোম্যাটিক্যালি ভালো হব সেই গ্যারান্টি কি কেউ দিয়েছে? সব দেখে মনে হয় আমাদের জাতীয় চরিত্র ছিদ্র অন্বেষণ।

দুবনা, ৩১ আগস্ট ২০২৪

Wednesday, August 28, 2024

কথা ও কাজ

অনেক সিরিয়াল কিলার, দুর্ধর্ষ গুন্ডাদের জীবনী থেকে জানা যায় পারিবারিক জীবনে এরা আদর্শ স্বামী ও পিতা। আবার বাইরে গণতন্ত্রের মূর্ত প্রতীক, প্রগতিশীল, মানবাধিকার কর্মী পারিবারিক জীবনে স্বৈরাচারী, রক্ষণশীল ও অমানবিক। এটা মনে হয় শুধু ব্যক্তি মানুষ নয়, সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রেও সত্য। আমেরিকা হল সেই স্নেহময় পিতা যে নিজের নাগরিকদের সুখের জন্য অন্য দেশ ধ্বংস করতে, সে দেশের লাখ লাখ মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করে না। অন্যদিকে উন্নত বিশ্বের অনেক দেশ অন্য দেশে গণতন্ত্রের যুদ্ধে জড়িয়ে পড়ে নিজ দেশের মানুষদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে ঠেলে দেয়। তবে অধিকাংশ দেশই ভেতরে বাইরে সব জায়গায় অমানবিক ও স্বৈরাচারী। যাকে বলে কথায় ও কাজে এক।

দুবনা, ২৯ আগস্ট ২০২৪

Tuesday, August 27, 2024

এক

ঘুরে ফিরে আমাদের সব সমস্যাই একটি বিশেষ রূপ ধারণ করে আর হাজারটা সমস্যার সমাধানও সেই এক রকমই হয়। ঈশ্বর এক, ধর্ম এক, এক নেতা, এক দেশ। সবই যদি এক হয় সমস্যা আর সমাধান এক হবে না কেন? কিন্তু সমস্যা হল এই সমাধান দিন দিন তার কার্যকারিতা হারাচ্ছে অতি ব্যবহৃত ওষুধের মত। তাই দরকার সম্পূর্ণ নতুন দাওয়াই, চিন্তা ভাবনার ব্যাপক পরিবর্তন। মানসিকতার আমূল পরিবর্তন না ঘটাতে পারলে এই সমস্যা আর সমাধানের গ্যাঁড়াকল থেকে বের হওয়া মোটেই সম্ভব নয়।

দুবনা, ২৭ আগস্ট ২০২৪

Monday, August 26, 2024

ছবি

এখন গ্রীষ্ম। রাশিয়ার লোকজন ছুটি কাটাতে আছে দক্ষিণের বিভিন্ন সমুদ্র সৈকতে। প্রায় প্রতিটি সৈকতে শোভা পায় মেরিলিন মনরোর মুখচ্ছবি সহ কাঠের জল-কণ্যা। মুখমণ্ডলের মাঝখানে আছে মানুষের মাথা ঢোকে সেই সাইজের একটি ছিদ্র। উৎসাহী মানুষ ওতে মাথা ঢুকিয়ে ছবি তুলে। এভাবেই সবাই মেরিলিন মনরো সাজে। 

বিগত ৫০ বছরে আমাদের দেশে সরকার বদলায়, আসে নতুন মুখ। কিন্তু মানুষের ভাগ্য, নাগরিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি এসব সবসময়ই অবহেলিত থেকে যায়। এদেশে যেমন সিজনের শুরুতে মনরোকে নতুন করে রং করে, দেশে নতুন সরকার এলে কিছু লোকের অবস্থার পরিবর্তন হয়। তবে বেশিরভাগ মানুষ এই পরিবর্তনের ঝটকা হাওয়াই শুধু টের পায়, সুগন্ধি নাকে ঢোকার আগেই অন্য কোথাও মিলিয়ে যায়। 

দুবনা, ২৬ আগস্ট ২০২৪

Saturday, August 24, 2024

সাত বোন

সেভেন সিস্টার্স নিয়ে ফেসবুকে এত লেখা হচ্ছে যে মনে হয় এটাও স্বর্গের ৭২ হুর পরীর মত নাকের ডগায় ঝুলিয়ে দেয়া কমলা রঙের এক বিশাল গাজর।‌ এটাকে মূলধন করে সামনে এগুলে রাজনৈতিক অস্থিরতার যে নিম্নচাপ এই এলাকায় তৈরি হবে সেটা দীর্ঘস্থায়ী এক জবাবদিহিতা বিহীন শাসন ব্যবস্থা নিশ্চিত করবে। হয়তো এ কারণেই বিভিন্ন মহল থেকে বিষয়টি সামনে আনা হচ্ছে। অনিশ্চয়তাই অপশাসনের সবচেয়ে বড় নিশ্চয়তা এবং সুশাসনের পথে বড় বাধা।

দুবনা, ২৫ আগস্ট ২০২৪

Friday, August 23, 2024

চিন্তা

আমরা চিন্তা করা অনেক আগেই ভুলে গেছি। আজকাল দুশ্চিন্তা করাও ভুলে যেতে শুরু করেছি। ফলে প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুত না হয়ে অপরাধী খুঁজি। ভগবান বেকসুর খালাস পেয়ে যায়।

দুবনা, ২৩ আগস্ট ২০২৪

Thursday, August 22, 2024

ফেরিওয়ালা

আওয়ামী লীগ যেমন একাত্তরের চেতনার ফেরিওয়ালা, সিপিবি তেমনি সমাজতন্ত্র ও প্রগতির ফেরিওয়ালা। 

দুবনা, ২২ আগস্ট ২০২৪

লোভ

১৯৯৬ - ১৯৯৭ সালে আমাদের দুটো বিড়াল ছিল - চিপা আর চিপকা। চিপা ছিল বুদ্ধিমান। এমনকি কমোডে টয়লেট সেরে ফ্ল্যাশ পর্যন্ত করত। চিপকা ছিল লোভী। আমরা ওদের জন্য প্রায়ই মাছ কিনতাম। চিপকা সব মাছ নিজের কাছে নিয়ে গোগ্রাসে গিলত। এরপর শুরু হত সব উগড়ে ফেলার পালা। শুধু খেলেই হয় না, হজম করতে জানতে হয় আর সেজন্য সময় মত থামতে হয়। আমাদের রাজনীতি ও দুর্নীতির জগতে চিপকার উপস্থিতি খুবই সরব। ছিল। মনে হয় আছেও।

দুবনা, ২২ আগস্ট ২০২৪

Wednesday, August 21, 2024

শিক্ষা

অতীত থেকে শিক্ষা নিতে হবে বর্তমানে অতীতের ভুল না করতে আর এর মধ্য দিয়ে ভবিষ্যতে সে ভুলগুলো এড়াতে। অতীতের ভুল যদি বর্তমানের অন্যায়কে বৈধতা দেয়ার জন্য ব্যবহার করা হয় তাহলে এই বর্তমান কি আমাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে? পারবে না।

দুবনা, ২১ আগস্ট ২০২৪

Tuesday, August 20, 2024

পাকিস্তান

সামাজিক মাধ্যম ভরে গেছে নতুন বার্তায়-
পাকিস্তানে ছাত্রদের মিছিলে নাকি স্লোগান উঠেছে 

 "তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ।"

আমাদের দেশের অনেকেই তো পাকিস্তান ফিরে পেতে চায়। পাকিস্তান যদি নাম বদলিয়ে বাংলাদেশ হয়ে আমাদের সাথে এক হয়ে যায় তাতে কি এদের আপত্তি আছে? 

আমার আছে।

দুবনা, ২১ আগস্ট ২০২৪