সমর্থকদের আবেগের জোয়ারে নির্বাচনের বৈতরণী পার হওয়া যায় তবে নির্বাচন পরবর্তী কাজ কিন্তু নিজেকেই করতে হবে। সেই সময়ের সাফল্য আর ব্যর্থতার দায় একান্তই বিজয়ীর। আজকের সুনাম দিয়ে সেদিনের ব্যর্থতা ঢাকা যাবে না তবে নিজের স্বচ্ছ সিভিতে একটি কালো দাগ পড়বেই পড়বে। আপনি মানসিক ভাবে প্রস্তুত না হলে জনতার কথায় কান দিয়ে নির্বাচনের কাঁদা জলে নামবেন না। জনতা আপনার রেপুটেশনকে শিখন্ডী করে ক্ষমতার হালুয়া রুটি খেতে চায়। ব্যর্থতার কালিমা কিন্তু আপনার মুখেই লেগে থাকবে আজীবন। সাধু সাবধান!
দুবনা, ২২ জুন ২০২৪
No comments:
Post a Comment