Sunday, June 9, 2024

ন্যায় ও সাম্য

ন্যায়ের সাথে সাম্যের সম্পর্ক যমজ ভাইয়ের মত। অন্তত সাম্য ছাড়া ন্যায় প্রতিষ্ঠা করা অসম্ভব। বিশেষ করে বিচারের ক্ষেত্রে। আর এ জন্যেই দুটি শব্দ প্রায়ই একই সাথে উচ্চারিত হয়। শুধু বিচারের ক্ষেত্রে নয়, সমাজ থেকে অন্যায় দূর করার জন্যেও সাম্য অপরিহার্য।

দুবনা, ০৯ জুন ২০২৪

No comments:

Post a Comment