Sunday, June 2, 2024

শান্তি

আমাকে লোকজন প্রায়ই জিজ্ঞেস করে 
শরীর কেমন আছে?
আগে বলতাম শরীরের মত শরীর আছে আমার মত আমি। বলতে পারেন আমরা সেপারেশনে আছি। এখন বলি শরীরের সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেছি।
সেটা আবার কি রকম?
কেমন আছে প্রশ্ন করে শরীরকে অযথা লজ্জায় ফেলব না। আর শরীরও অযথা অনুযোগ করে আমার কাজকর্ম ও চলাফেরার পথে বাধা হয়ে দাঁড়াবে না।

মস্কোর পথে, ০২ জুন ২০২৪


No comments:

Post a Comment